এই সংস্কৃতি সদনে শিল্পীরা নাট্যচর্চা থেকে শুরু করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। আধুনিক মঞ্চ, আরামদায়ক চেয়ার ও দর্শকদের সুবিধার্থে বিলাসবহুল পরিকাঠামোয় সম্পূর্ণ সংস্কৃতি সদন সাজানো হয়েছে। মালদহ জেলা সংস্কৃতিক পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ দাস জানান, “সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত শিল্পীদের কথা মাথায় রেখেই জেলা সংস্কৃতি পরিচালন কমিটির উদ্যোগে এই নতুন সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে প্রায় ১৫০ জন দর্শক একসঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। অনুষ্ঠান আয়োজকদের কাছ থেকে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের জন্য স্বল্প পরিমাণ খরচ নেওয়া হবে। বুকিংয়ের ক্ষেত্রে আয়োজকদের মঞ্চে অবস্থিত দফতরে এসে যোগাযোগ করতে হবে।”
advertisement
আরও পড়ুনঃ কুয়াশায় পথ ভুলে চা বাগানে হাতির দল! ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক, ভয়ে কাঁটা শ্রমিকরা
মোহাম্মদ আসামউদ্দিন নামে এক সংস্কৃতিপ্রেমী বলেন, “এই প্রথম জেলায় এত আধুনিক ও বিলাসবহুল মঞ্চ দেখলাম। দেখতে খুবই সুন্দর। জেলা সংস্কৃতিপ্রেমীরা এবার মন খুলে এই আধুনিক মঞ্চে অনুষ্ঠান করতে পারবেন। সাধারণ মেনটেনেন্স খরচেই মঞ্চ দেওয়া হবে। একথা জেনে সত্যিই খুব ভাল লাগছে। আগামী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই জায়গাটিকেই বেছে নেব।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মঞ্চের চারিদিকের দেওয়াল জুড়ে জেলার সমৃদ্ধ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গৌড়ের ঐতিহাসিক নিদর্শন থেকে ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্প ও জেলার বিখ্যাত আম সহ একাধিক সাংস্কৃতিক উপাদান চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এগুলি দর্শকদের কাছে সংস্কৃতি সদনটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। নতুন এই মঞ্চটি শিল্পীদের সংস্কৃতিচর্চার ক্ষেত্রে আরও আগ্রহী করে তুলবে বলে অভিমত অনেকের।





