TRENDING:

Malda News: পাইপগান থেকে কার্তুজ! মালদহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, জেলা পুলিশের ফের বড় সাফল্য

Last Updated:

Malda News: আগ্নেয়াস্ত্রগুলি বিহার থেকে আনা হয়েছিল এবং সেগুলি পাচারের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, সেবক দেবশর্মাঃ মালদহ পুলিশের ফের বড় সাফল্য। আবারও জেলায় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ১০টি পাইপগান, ৫টি সেভেন এম এম এবং ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছেন দু’জন। আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্য ছিল এবং সেগুলি বিহার থেকে আনা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।
ধৃত দুই
ধৃত দুই
advertisement

জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার মিল্কি এলাকা থেকে মইনুল হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১০টি পাইপগান, একটি সেভেন এম এম এবং ৫টি কার্তুজ। পুলিশ জানিয়েছে, এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করার উদ্দেশে নিয়ে গিয়েছিলেন মইনুল। তবে তাঁর সেই উদ্দেশ্য সফল হয়নি। তার আগেই তাঁকে গ্রেফতার করা হয়।

advertisement

আরও পড়ুনঃ শীতের আমেজ উধাও, হুগলিতে বাড়ছে পারদ! সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া জানালো দফতর

অন্যদিকে এদিন রাতেই সুজাপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম আনারুল হক, বয়স ৪৫ বছর। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি সেভেন এম এম এবং ২০ রাউন্ড কার্তুজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডিজের যুগেও মাটির গানের টান, এই মেলা যেন ইতিহাসের দলিল! টুসুর লড়াই চমকে দেবে
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মইনুলের বাড়ি মুর্শিদাবাদের লালগোলার মির্জাতপুরে। অন্যদিকে আনারুল মালদা জেলার গোলাপগঞ্জের বাসিন্দা। বিহার থেকে এই সব আগ্নেয়াস্ত্র এসেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: পাইপগান থেকে কার্তুজ! মালদহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, জেলা পুলিশের ফের বড় সাফল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল