পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ডিডিআই (ডিরেক্টরেট অব ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স), বারাসাত থেকে একটি বিশেষ দল ঠাকুরনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে ঠাকুরনগর এলাকা থেকে তিন জাল লটারি ব্যবসায়ীকে আটক করে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের নাম জ্যোতি মিত্র, রানা বড়াই ও অবিনাশ বালা। তিনজনেরই বাড়ি ঠাকুরনগর এলাকায়।
advertisement
পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে প্রায় ২৬০০ পিস জাল লটারি উদ্ধার করা হয়েছে। ধৃত তিনজনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বিভিন্ন থানায় ওয়েস্ট বেঙ্গল লটারি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাল লটারি সংক্রান্ত অভিযোগ জানানো হচ্ছিল।
সংগঠনের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এক শ্রেণির লটারি বিক্রেতা অবৈধভাবে লটারি বিক্রি করে আসছে। ওই সব লটারির সংস্থাগুলি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা চালাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ঠাকুরনগরের চিকন পাড়া এবং ঠাকুরনগর রেল কলোনি এলাকা থেকে ওই জাল লটারি বিক্রেতাদের গ্রেফতার করা হয়। গোটা ঘটনার সঙ্গে জড়িত চক্রের শিকড় পর্যন্ত পৌঁছতে তদন্ত জোরদার করা হয়েছে।






