স্থানীয় বাসিন্দা নুর ইসলাম শেখের অভিযোগ, তাঁর নাতনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি নিয়ে বাড়িতে এসেছিল। সেই খিচুড়ি খেতে গিয়েই খাবারের মধ্যে টিকটিকির দেহাংশ দেখতে পান তাঁরা। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। যদিও এই ঘটনায় কেউ অসুস্থ হননি বলেই জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন-আর মাত্র ১ দিন…! বুধের মেগা চালে কাঁপবে দুনিয়া, ৩ রাশির ধন-সম্পদের ফোঁয়ারা, টাকা গুণে শেষ হবে না
advertisement
তবে অভিভাবকদের অভিযোগ, কেন্দ্রে রান্নার ক্ষেত্রে যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। চাল ঠিকমতো না ধুয়েই রান্না চাপানো হয়, আর সেই চালের মধ্যেই টিকটিকি থাকতে পারে বলে তাঁদের ধারণা। শিশুদের পুষ্টির জন্য যে খাবার দেওয়া হয়, সেখানে কীভাবে এমন ঘটনা ঘটল এই প্রশ্ন তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি নাজিয়ন শেখ জানান, তিনি মূলত শিশুদের পড়ানোর দায়িত্বে রয়েছেন। রান্নার দায়িত্ব থাকে সহযোগী গৌরি বিশ্বাসের ওপর। এই বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান।
