TRENDING:

Kolkata News: মহেশতলার স্কুলে ব্যাপক হারে চুরি, অবশেষে পুলিশের জালে 'ইমানদার' চোর! পরিচয় শুনে চমকে উঠবেন

Last Updated:

Kolkata News: ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছলে স্কুলের শিক্ষিকারা পুলিশকে জানায়, দোতলার শ্রেণিকক্ষের নয়টি ফ্যান, একটি চাপা কল চোরেরা নিয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অবশেষে পুলিশের জালে ‘সৎ’ চোর, মহেশতলায় স্কুলের চুরির ঘটনায় গ্রেফতার সেই চোর। গত ১৯ জানুয়ারি মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগতলা সূর্য কুমার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একটি চুরির ঘটনা ঘটে। স্কুলের আইসিডিএস কর্মীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছলে স্কুলের শিক্ষিকারা পুলিশকে জানায়, দোতলার শ্রেণিকক্ষের নয়টি ফ্যান, একটি চাপা কল চোরেরা নিয়ে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চোর বা চোরের দল ঠিক কোনটা দিয়ে ঢুকেছিল এবং কোথা দিয়েই বা বেরিয়ে গিয়েছে তা তদন্ত করে দেখার জন্য দোতলায় গিয়ে দেখতে পান চোর বা চোরের দল মেঝেতে লিখে গিয়েছে, “আমরা ইমানদার চোর, অনেক কিছুই নেওয়ার ছিল। কিন্তু নিলাম না।”

advertisement

তবে চোরেদের মেঝেতে লিখে রেখে যাওয়া সেই কথাগুলি তদন্তের কোনও কাজে না আসলেও স্কুল এবং রাস্তায় থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশের হাতে আসে বেশ কয়েক জনের উপস্থিতি। তাদের মধ্যে কয়েক জনকে পুলিশ চিহ্নিত করলেও এদের মধ্যে সুব্রত মণ্ডল (১৯) নামে বাটানগর গায়েনপাড়ার বাসিন্দা এক যুবককে পুলিশের সন্দেহ হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ বছরের ইতিহাস এক ফ্রেমে বাঁধল কলেজের পড়ুয়ারা, মডেলেই যেন জীবন্ত উত্তম কুমার!
আরও দেখুন

যেহেতু সুব্রতর বিরুদ্ধে পুরনো কোনও মামলা ছিল না, তাই একপ্রকার সন্দেহের বশেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তকারী আধিকারিক। আর তাতেই ভেঙে পড়ে সুব্রত। স্কুলের চুরির ঘটনা স্বীকার করে নেয় সে। শুক্রবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kolkata News: মহেশতলার স্কুলে ব্যাপক হারে চুরি, অবশেষে পুলিশের জালে 'ইমানদার' চোর! পরিচয় শুনে চমকে উঠবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল