TRENDING:

Kolkata Fire: আনন্দপুরের গুদামে মৃত্যুমিছিল, মোমো সংস্থার সেই গুদামের ম্যানেজার-ডেপুটি ম্যানেজার গ্রেফতার!

Last Updated:

Kolkata Fire: ওয়াও মোমোর সেই গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ডের চারদিনের মাথায় আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভস্মীভূত গোডাউনে কার্যত মৃত্যুমিছিল। ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক দগ্ধ দেহ। বৃহস্পতিবার সারাদিনে উদ্ধার হল আরও চারজনের দেহ। ফলে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ। এরই মধ্যে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হল।
মৃত্যুমিছিল আনন্দপুরে
মৃত্যুমিছিল আনন্দপুরে
advertisement

ওয়াও মোমোর সেই গুদামের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবারই বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন শিট আনন্দপুরের গুদামে ম্যানেজারের দায়িত্বে ছিলেন। ডেপুটি ম্যানেজার ছিলেন রাজা চক্রবর্তী।

তাঁরা দুজনেই ওয়াও মোমোর কর্মী। গত ২৫ জানুয়ারি মধ্যরাতে গুদামে যখন আগুন লাগল, তখন তাঁরা কোথায় ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা। আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় পর পর দু’টি গুদামে আগুন লেগেছিল। দ্বিতীয় গুদামের মালিক গঙ্গাধর দাসকে আগেই গ্রেফতার করা হয়েছে। ওই গুদাম থেকে আগুন ছড়ায় ওয়াও মোমোর গুদামেও। রাতের ডিউটিতে থাকা কর্মীরা ভিতরে আটকে পড়েছিলেন। জোড়া গুদামের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার বুকে রাজস্থানের ছোঁয়া! উপহার কিংবা ঘর সাজানোর জন্য সেরা, দাম ১৫০ টাকা থেকে শুরু
আরও দেখুন

বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২১। বৃহস্পতিবার ভোররাতে দুটি এবং বিকেলের দিকে আরও দুটি দগ্ধ দেহাবশেষ পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া দেহাবশেষ এতটাই ভস্মীভূত যে সাধারণ চোখে শনাক্ত করা প্রায় অসম্ভব। ইতিমধ্যেই ১৬ জনের দেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের নিকটাত্মীয়দের থেকে এখনও পর্যন্ত ভ্যারিয়েবল ডিএনএ স্যাম্পল বা নমুনা সংগ্রহ হয়েছে ৩২টি। স্টেট ফরেনসিক প্যাথলজি উইং এগুলোকে ম্যাপিং করছে। বৃহস্পতিবার সারাদিনে যে চারটি দেহ উদ্ধার হয়েছে, তা আজ শুক্রবার মোমিনপুর কাটাপুকুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই ২৫ জনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র একটি প্রায় পূর্ণাঙ্গ দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kolkata Fire: আনন্দপুরের গুদামে মৃত্যুমিছিল, মোমো সংস্থার সেই গুদামের ম্যানেজার-ডেপুটি ম্যানেজার গ্রেফতার!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল