‘বীণাপাণি, তব-আঁচল ছায়ায় দিও মাগো স্থান। অমর হয়ে বাঁচুক শেখায় বাংলার লোক গান।’ এই স্লোগানকে সামনে রেখে পুজো মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে শিল্পী রাজেশ দাসের ভাবনায়। এছাড়াও ছিল বাহারী আলোকসজ্জা। দেবী সরস্বতীর কাছেই আছে মুর্শিদাবাদের ভূমিপুত্র গীটার হাতে গায়ক অরিজিৎ সিং। দেবীকে গান শুনাচ্ছেন তিনি, যা ফুটিয়ে তুলেছেন শিল্পী নিজেই।
advertisement
আরও পড়ুনঃ কোলাঘাটে বিধ্বংসী আগুন! গভীর রাতে দাউদাউ করে জ্বলল পরপর দোকান, প্রচুর টাকার ক্ষতি
গ্রিন ইউনিয়নের সদস্যরা জানান, ‘কান্দির বুকে প্রতিবছরই গ্রিন ইউনিয়নের পুজো বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয়। বহু মানুষ এখানে অংশগ্রহণ করেন। পুজোতে নতুন ভাবনা বরাবরই থাকে এবছর আমাদের থিম মায়ের আঁচল’। তবে এবছর সাধারণ মানুষের জনসমাগম বেশ ভালই হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় তিন লক্ষ টাকা বাজেটে তৈরি করা হয়েছে এই মণ্ডপ সজ্জা। শিল্পী রাজেশ দাস তাঁর হাতের কাজে ফুটিয়ে তুলেছেন গোটা মণ্ডপ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই সরস্বতী পুজোর উদ্বোধন করেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও অন্যান্য পৌর সদস্যরা।





