পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালিয়েছিল দুষ্কৃতীরা। যথেষ্ট চালাকির সঙ্গে করা হয়েছিল অপারেশন। ফলে প্রথমদিকে সহজে কোনও ক্লু খুঁজে পান তদন্তকারীরা। তবে মিষ্টির দোকান থেকে পাওয়া ছোট্ট তথ্যের ওপর ভিত্তি করে এই সাফল্য পেয়েছে পুলিশ। ঘটনার সাতদিনের মাথায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: বছরের শুরুতে বড় সুখবর, প্রতিরক্ষা মন্ত্রক দিল সবুজ সংকেত! ব্যারাকপুর ধোবিঘাটে চালু হচ্ছে লোহার জেটি
advertisement
জানা গিয়েছে, মূল পান্ডা স্নাতক ডিগ্রিধারী ব্যাঙ্কের লোন এজেন্ট শুভজিৎ সরকার। এছাড়াও এই ঘটনায় যুক্ত রয়েছে ঝাড়খন্ডের যদুগোড়ার বাসীন্দা সুনিল কৈবত্য, মোহন কিস্কু এবং রোহিত কুমার শর্মা। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জাম্বনীর চুটিয়ায় সিএসপির জন্য জাম্বনী থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন সুব্রত সিংহ। তিনি যখন ফিরছিলেন, তখন জঙ্গলের রাস্তায় বাইকে করে আসা তিনজন তাঁর পথ আটকায়। মাথায় আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
আরও পড়ুন: মকর সংক্রান্তিতেই শীতের কামব্যাক, বুধবার থেকে ফের কাঁপুনি উত্তরবঙ্গে! রইল IMD’র লেটেস্ট আপডেট
এরপর রাস্তায় ঝাড়খন্ডের বড়শোল থানা এলাকায় একটি দোকানে খাওয়া দাওয়া করে তারা। সেখানে ইউপিআই ব্যবহার করে খাবারের দাম মেটানো হয়। সেই তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দুষ্ক-তীদের নাগাল পায়। ঝাড়খন্ড যাওয়ার রাস্তায় ৩০টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। তারপর পুলিশের তিনটি আলাদা টিম একসঙ্গে অভিযান চালিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করে।
