TRENDING:

Jalpaiguri News: চা বাগানে দাউ দাউ করে আগুন! মেটেলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, তুমুল চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Jalpaiguri News: স্থানীয়দের অনুমান, ২৬ জানুয়ারি উপলক্ষ্যে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে এসেছিলেন। তাঁদের ফেলে দেওয়া আগুন থেকেই এই অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ জলপাইগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মেটেলির ইংডং চা বাগানে ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
দাউ দাউ করে আগুন জ্বলছে
দাউ দাউ করে আগুন জ্বলছে
advertisement

জানা যাচ্ছে, স্থানীয় চা শ্রমিকরা প্রথমে অগ্নিকাণ্ডের বিষয়টি দেখতে পান। তাঁদের চোখে পড়ে, দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে মেটেলি থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। মূর্তি চা বাগান সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় হুলুস্থুল পড়ে যায়।

আরও পড়ুনঃ মায়ের হাত ধরে কোচিং থেকে আর ফেরা হল না! মালদহে বেপরোয়া গাড়ির ধাক্কায় পিষ্ট ষষ্ঠ শ্রেণির ছাত্রী, মর্মান্তিক পরিণতি

advertisement

স্থানীয়দের অনুমান, ২৬ জানুয়ারি উপলক্ষ্যে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে এসেছিলেন। তাঁদের ফেলে দেওয়া আগুন থেকেই এই অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে সেই আগুনের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, শীতের মরসুম মানেই জমিয়ে পিকনিক, হইহুল্লোড়। ২৬ জানুয়ারি উপলক্ষ্যেও বহু মানুষ পিকনিকে মেতেছিলেন। মেটেলিতেও দেখা গিয়েছিল সেই ছবি। কিন্তু তারপরেই দেখা যায় অগ্নিকাণ্ডে ভয়াবহ দৃশ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লড়াইয়ের আরেক নাম রায়বেঁশে! আজও অভাবের সংসারে পুরনো লোকসংস্কৃতিই অন্ন জোগায় মুর্শিদাবাদে
আরও দেখুন

এলাকাবাসীদের অনুমান, সোমবার এখানে বহু মানুষ পিকনিক করতে এসেছিলেন। তাঁদের ফেলে দেওয়া আগুন থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। মূর্তি চা বাগান সংলগ্ন এলাকায় এহেন ঘটনায় গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: চা বাগানে দাউ দাউ করে আগুন! মেটেলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, তুমুল চাঞ্চল্য এলাকায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল