মালবাজার শহর সংলগ্ন টুনবাড়ি চা বাগানে অবশেষে আতঙ্কের অবসান। ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। দীর্ঘ কয়েকদিন ধরে লেপার্ডের উপদ্রবে চা বাগানের শ্রমিক মহলে ভয় ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা নামলেই শ্রমিক লাইনে হানা দিচ্ছিল লেপার্ডটি। ছাগল-মুরগি টেনে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছিল শ্রমিক পরিবারগুলি। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে দুশ্চিন্তা বেড়েছিল বহুগুণ।
advertisement
চা বাগান কর্তৃপক্ষের অনুরোধে পাঁচ দিন আগে টুনবাড়ি চা বাগানের ১৫ নম্বর সেকশনে খাঁচা পাতে বন দফতর। দেওয়া হয় ছাগলের টোপ। মঙ্গলবার সকালে শ্রমিকরা হঠাৎ লেপার্ডের গর্জন শুনে ছুটে গিয়ে দেখেন, খাঁচার ভিতর বিশালাকৃতির লেপার্ডটি আটকা পড়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মালবাজারের বন্যপ্রাণ স্কোয়াড। বনকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া লেপার্ডটি পুরুষ এবং পূর্ণবয়স্ক। প্রাথমিকভাবে তাঁকে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। পর্যবেক্ষণের পর বনাঞ্চলের গভীরে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।






