Mahadev Mela: পুরুলিয়ার আবেগ-গৌরব-ঐতিহ্য! হাজার হাজার মানুষের সমাগমে মহাদেব মেলা জমে ক্ষীর, টুসু প্রতিযোগিতায় মাতল জঙ্গলমহলবাসী

Last Updated:
Mahadev Mela: জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ এই মেলায় ভিড় করেন। ‌ এখানে প্রায় ২৫-৩০ ফুটের টুসু দেখতে পাওয়া যায়, যা প্রায় দু-তলা বাড়ির সমান।
1/6
জঙ্গলমহলের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে টুসু। জেলার বিভিন্ন প্রান্তে এই সময় টুসু মেলার আয়োজন হয়ে থাকে, চলে চৌডল প্রতিযোগিতাও। সব মিলিয়ে, জেলার মানুষদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই টুসু। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
জঙ্গলমহলের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে টুসু। জেলার বিভিন্ন প্রান্তে এই সময় টুসু মেলার আয়োজন হয়ে থাকে, চলে চৌডল প্রতিযোগিতাও। সব মিলিয়ে, জেলার মানুষদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই টুসু। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
পুরুলিয়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী টুসু মেলা মহাদেব মেলা। প্রতিবছরের মতো এই বছরও বাঘমুন্ডি থানার বুড়দা-বুকাডি গ্রাম ষোল আনার পরিচালনায় এই মেলা অনুষ্ঠিত হয়। কাতারে কাতারে মানুষের সমাগম হয় এই মেলায়। ছোট থেকে বড়, সকলেই এই দিনে ভিড় করেন।
পুরুলিয়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী টুসু মেলা মহাদেব মেলা। প্রতিবছরের মতো এই বছরও বাঘমুন্ডি থানার বুড়দা-বুকাডি গ্রাম ষোল আনার পরিচালনায় এই মেলা অনুষ্ঠিত হয়। কাতারে কাতারে মানুষের সমাগম হয় এই মেলায়। ছোট থেকে বড়, সকলেই এই দিনে ভিড় করেন।
advertisement
3/6
এই মেলার অন্যতম আকর্ষণ বিরাট আকৃতির টুসু প্রতিযোগিতা। জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ এই মেলায় ভিড় করেন। ‌ এখানে প্রায় ২৫-৩০ ফুটের টুসু দেখতে পাওয়া যায়, যা প্রায় দু-তলা বাড়ির সমান।
এই মেলার অন্যতম আকর্ষণ বিরাট আকৃতির টুসু প্রতিযোগিতা। জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ এই মেলায় ভিড় করেন। ‌ এখানে প্রায় ২৫-৩০ ফুটের টুসু দেখতে পাওয়া যায়, যা প্রায় দু-তলা বাড়ির সমান।
advertisement
4/6
মেলা কমিটির সদস্য রাকেশ মাহাতো বলেন, এই বছর এই মেলা ২২তম বর্ষে পদার্পণ করেছে। এলাকার মানুষদের সহযোগিতায় প্রতিনিয়ত এই মেলার আকর্ষণ বাড়ছে। এই মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে স্থানীয় প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাওয়া যায়।
মেলা কমিটির সদস্য রাকেশ মাহাতো বলেন, এই বছর এই মেলা ২২তম বর্ষে পদার্পণ করেছে। এলাকার মানুষদের সহযোগিতায় প্রতিনিয়ত এই মেলার আকর্ষণ বাড়ছে। এই মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে স্থানীয় প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাওয়া যায়।
advertisement
5/6
তপন কুইরি নামে মেলায় আসা এক দর্শনার্থীর কথায়, জঙ্গলমহলবাসী সারা বছর এই মহাদেব মেলার অপেক্ষায় থাকে। পরিবার-পরিজনের সঙ্গে প্রতিবছর এই মেলায় আসেন তিনি। খুবই আনন্দ হয়। ‌এছাড়াও বড় আকৃতির টুসু প্রতিযোগিতাও দেখতে পাওয়া যায়। এর টানেই ছুটে আসেন।
তপন কুইরি নামে মেলায় আসা এক দর্শনার্থীর কথায়, জঙ্গলমহলবাসী সারা বছর এই মহাদেব মেলার অপেক্ষায় থাকে। পরিবার-পরিজনের সঙ্গে প্রতিবছর এই মেলায় আসেন তিনি। খুবই আনন্দ হয়। ‌এছাড়াও বড় আকৃতির টুসু প্রতিযোগিতাও দেখতে পাওয়া যায়। এর টানেই ছুটে আসেন।
advertisement
6/6
ঐতিহ্যবাহী এই মহাদেব মেলায় টুসু প্রতিযোগিতার পাশাপাশি ঝুমুরের আখড়া তৈরি হয়। মেলার মধ্যে দিয়ে জেলার লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়। এছাড়াও থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
ঐতিহ্যবাহী এই মহাদেব মেলায় টুসু প্রতিযোগিতার পাশাপাশি ঝুমুরের আখড়া তৈরি হয়। মেলার মধ্যে দিয়ে জেলার লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়। এছাড়াও থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
advertisement
advertisement