TRENDING:

Elephant News: সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে গজরাজ! চাপড়ামারিতে দীর্ঘক্ষণ বন্ধ সড়ক ও রেলপথ, তবু ছবি-ভিডিওতে বিরাম নেই পর্যটকদের

Last Updated:

Jalpaiguri Elephant News: ডুয়ার্সের চাপড়ামারি জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে গজরাজ। ঘণ্টার পর ঘণ্টা স্তব্ধ যান চলাচল। শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সম্মুখীন নিত্যযাত্রীরা। তার মধ্যেই পর্যটকদের ছবি, ভিডিও তোলার হিড়িক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে কে? যার জন্য ঘণ্টার পর ঘণ্টা স্তব্ধ যান চলাচল। বুঝে ওঠা মাত্রই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সম্মুখীন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার সকালে ডুয়ার্সের চাপড়ামারি জঙ্গলে গজরাজের উপস্থিতিতে প্রায় ঘণ্টা দুয়েক স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল, চরম সমস্যায় নিত্যযাত্রীরা।
ডুয়ার্সের চাপড়ামারি জঙ্গলের রাস্তায়
ডুয়ার্সের চাপড়ামারি জঙ্গলের রাস্তায়
advertisement

জলপাইগুড়ি জেলা থেকে কালিম্পং জেলার দিকে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জঙ্গলপথ হল চাপড়ামারি। জঙ্গলের রাস্তায় ফের গজরাজের উপস্থিতিতে যেন থমকে গেল যান চলাচল। খুনিয়া থেকে শিবচুমুখী সড়কের চাপড়ামারী রেলগেট সংলগ্ন এলাকায় এদিন একটি পূর্ণবয়স্ক হাতি রাস্তার উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় প্রায় দু’ঘণ্টা বন্ধ থাকে যানবাহন চলাচল। রাস্তার দু’ধারে আটকে পড়ে বহু গাড়ি। অফিসযাত্রী, স্কুল পড়ুয়া এমনকি রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুল্যান্স- সবাইকেই কার্যত অপেক্ষা করতে হয় হাতিটির সরে যাওয়ার জন্য।

advertisement

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ২০০০ বন্যা কবলিতকে পাট্টা বিতরণ! ছাদ জুটবে গরিব পরিবারগুলোর, গ্রামীণ আবাস প্রকল্পের এক ঐতিহাসিক মুহূর্ত

যদিও বন দফতরের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়। অন্যদিকে, এই অপ্রত্যাশিত পরিস্থিতিকে ঘিরে এক ভিন্ন ছবি ধরা পড়ে। বেশ কিছু পর্যটক দূর থেকে হাতিটির ছবি ও ভিডিও তুলতে রাস্তায় নেমে পড়েন। বনাঞ্চলের মাঝে গজরাজের এমন স্বচ্ছন্দ বিচরণ অনেকের কাছেই ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতা।

advertisement

View More

আরও পড়ুনঃ খালের জলে দুর্গন্ধ, পাশ দিয়ে হেঁটে যেতে গা গুলিয়ে ওঠার জো! পচা জলই গড়ফা খালপাড়বাসীর সম্বল, নিদারুণ কষ্টের জীবন

বন দফতরের অনেক চেষ্টার পরেও অনড় থাকে হাতিটি। তবে দীর্ঘ সময় পর হাতিটি নিজে থেকেই চাপড়ামারি জঙ্গলের গভীরে চলে গেলে ফের স্বাভাবিক হয় যান চলাচল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হালকা শীতের রাতে গাড়ি দাঁড় করিয়ে 'এই দোকানের' রুটি-তড়কা খান!লা জাবাব, হাত চাটতে থাকবেন
আরও দেখুন

উল্লেখযোগ্য ভাবে, এই সড়ক ও সংলগ্ন রেলপথে মাঝেমধ্যেই হাতির দেখা মেলে। অতীতেও একাধিকবার রেললাইনে উঠে পড়া হাতিকে ট্রেন চালক ও রেলকর্মীদের তৎপরতায় রক্ষা করা গিয়েছে। এদিনও ওই হাতিটি যাতে রেললাইনের দিকে না যায়, সে বিষয়ে সতর্ক নজর রাখেন বনকর্মীরা। মানুষের যাতায়াতের পথে বারবার এমন ঘটনা বন ও মানব জীবনের সহাবস্থানের বাস্তব ছবিই তুলে ধরছে- যেখানে সতর্কতা ও সহনশীলতাই একমাত্র পথ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant News: সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে গজরাজ! চাপড়ামারিতে দীর্ঘক্ষণ বন্ধ সড়ক ও রেলপথ, তবু ছবি-ভিডিওতে বিরাম নেই পর্যটকদের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল