মাদারিহাট এলাকায় দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে প্রশাসন সতর্ক হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এবং এর প্রতিরোধে নাকা চেকিং শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় ট্রাফিক আইন প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ করা হয়েছে।
এছাড়াও এলাকার বাসিন্দাদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনা রোধে সকলের সহযোগিতা প্রয়োজন।
advertisement
সূত্র্রের খবর, কুয়াশায় ঢেকে যায় জাতীয় সড়ক ও এশিয়ান হাইওয়ে।এই সময় দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনা ঘটে। একদিকে যেমন এই কারণ রয়েছে, অন্যদিকে দুর্ঘটনা ঘটার জন্য নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোকে দায়ী করছে মাদারিহাট থানার পুলিশ। মাদারিহাট এলাকা দিয়ে গিয়েছে এশিয়ান হাইওয়ে। মাদারিহাট চৌপথি এলাকায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। এলাকায় ট্রাফিক পুলিশ থাকলেও দুর্ঘটনা কমার নাম নেয় না।
মাদারিহাট স্কুল চৌপতি এলাকায় অসামাজিক কাজকর্ম ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়িচালকদের সচেতন করতে নাকা চেকিং চালাচ্ছেন মাদারিহাট থানার পুলিশ কর্মীরা। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মাদারিহাট থানার ওসি সুব্রত সরকার। তাঁর সঙ্গে উপস্থিত থাকছেন ট্রাফিক ওসি, অন্য আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। ব্রেথ এনালাইজার টেস্ট থেকে শুরু করে গাড়ি খুলিয়ে নেওয়া হচ্ছে তল্লাশি।
