ট্রেন স্টেশনে প্রবেশের আগেই সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ট্রেন ঢুকতেই চালককে মালা পরিয়ে ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হয়। পাশাপাশি উপহার হিসেবে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেটও। নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশির আবহ দেখা যায় স্টেশন চত্বরে।এরপর কয়েকজন যাত্রী প্রতীকীভাবে বন্দে ভারত স্লিপার ট্রেনে প্রথম সফর করেন। তাঁরা কাটোয়া স্টেশন থেকে ট্রেনে উঠে পরবর্তী স্টেশন নবদ্বীপে গিয়ে নামেন। প্রত্যেকের কাছেই বৈধ টিকিট ছিল এবং বিশেষ টিকিটের মাধ্যমেই তাঁরা এই ঐতিহাসিক প্রথম যাত্রায় অংশ নেন।
advertisement
একজন ট্রেনযাত্রী কৃষ্ণ ঘোষ বলেন, “কাটোয়া স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনে ওঠার সুযোগ পাব, এটা স্বপ্নেও ভাবিনি। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এটা সত্যিই গর্বের বিষয়।”জানা গিয়েছে, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি পশ্চিমবঙ্গের সাতটি জেলা এবং অসমের দু’টি জেলার সঙ্গে যুক্ত হয়ে চলাচল করবে। এর ফলে দুই রাজ্য ও মোট নয়টি জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
অন্যান্য ট্রেনের তুলনায় এই বন্দে ভারত স্লিপার যাত্রার সময় প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা পর্যন্ত কমিয়ে দেবে বলে জানা যাচ্ছে। এই ট্রেনে যাত্রীদের জন্য মিলবে বিমানের মতো বিলাসবহুল ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা, তবে বিমানের তুলনায় অনেক কম খরচে। রেলযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা মাথায় রেখেই এই ট্রেন চালু করা হয়েছে বলে মনে করছেন রেল আধিকারিকরা।
আরও পড়ুন: একটার বেশি ক্রেডিট কার্ড থাকলে সিবিল স্কোর বাড়ে না কমে? কী বলছে নিয়ম, জেনে নিন
জেলাবাসী-সহ রাজ্যবাসীর কাছে বন্দে ভারত স্লিপার ট্রেনকে রেলের এক গুরুত্বপূর্ণ উপহার হিসেবেই দেখা হচ্ছে।এই বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ রয়েছে। এর মধ্যে ১১টি থ্রি-টিয়ার এসি, ৪টি টু-টিয়ার এসি এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ। একসঙ্গে সর্বোচ্চ ৮২৩ জন যাত্রী এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
