নন্দকুমার ও ময়না ব্লক প্রধানত কৃষি প্রধান ব্লক। এই ব্লক দুটিতে ধান, পান, ফুল ও প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। এই রেললাইন প্রকল্প শুরু হলে এলাকার অর্থ সামাজিক পরিবেশ বদলে যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। এ বিষয়ে ব্যবসায়ী রাজকুমার দাস জানান, “এই রেললাইন প্রকল্প বাস্তবায়ন হলে কৃষি নির্ভর গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নতি এক লাফে অনেকটাই বেড়ে যাবে। তাই এই রেল প্রকল্প ঘোষণা হয় আমরা খুশি।”
advertisement
আরও পড়ুন: ডেনমার্ক, স্পেন…! বিদেশি শিল্পীদের বাউল টান, জমাটি আয়োজন বর্ধমানে, চুটিয়ে উপভোগ করলেন দর্শকরা
অন্যদিকে নন্দকুমারের স্থানীয় বাসিন্দা শিব শঙ্কর অধিকারী জানিয়েছেন, “এর ফলে নন্দকুমার ময়না তমলুক ও হলদিয়া শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বদলে যাবে মানুষের জীবন যাত্রার মান।” স্থানীয় পঞ্চায়েত প্রধান তমাল কুইতি জানান, “এই রেল প্রকল্প ঘোষণা হয় নন্দকুমারীর মানুষজনের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে। জেলায় যাতায়াত ব্যবস্থা বদলে গিয়ে তা ট্রেন নির্ভর হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব মেদিনীপুর জেলায় নন্দকুমার থেকে বলাইপণ্ডা পর্যন্ত রেল প্রকল্প ঘোষণা হওয়ায় খানিকটা মিশ্র প্রতিক্রিয়া। কারণ নন্দকুমার থেকে ময়না ব্লকের বেশ কিছু মানুষ জানান রেল প্রকল্প ঘোষণা হয়েছে ভাল কথা কিন্তু কাজ আদৌ শুরু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুর জেলায় আরও দুটি নতুন রেললাইন প্রকল্প ঘোষণা হয়েছে। জেলার শিক্ষাবিদ থেকে ব্যবসায়ীরা মনে করছেন এই প্রকল্পগুলি বাস্তবায়নের মুখ দেখলে জেলার অর্থনৈতিক পরিকাঠামো বদলে যাবে।





