TRENDING:

Indian Railways: কাঁথি-এগরা, নন্দীগ্রাম-কেন্দোমারি, নন্দকুমার-বলাইপণ্ডা রেললাইন নিয়ে জারি রেলের নয়া বিজ্ঞপ্তি! খুশির হাওয়া জেলায়, তুঙ্গে কৌতূহল

Last Updated:

Indian Railways: পূর্ব মেদিনীপুরের রেল মানচিত্রে বড় বদল! কাঁথি-এগরা, নন্দীগ্রাম-কেন্দোমারি এবং নন্দকুমার-বলাইপণ্ডা রেললাইন নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল রেল। প্রকল্পের বর্তমান অবস্থা এবং জেলার মানুষের প্রত্যাশা নিয়ে বিস্তারিত জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দকুমার, সৈকত শী: রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব রাজ্যে নতুন পাঁচটি রেল লাইন প্রকল্প ঘোষণা করেছেন। এই পাঁচটি রেললাইন প্রকল্পের মধ্যে, পূর্ব মেদিনীপুর জেলাতেই রয়েছে তিনটি নতুন রেল লাইন প্রকল্প। কাঁথি-এগরা রেললাইন, নন্দীগ্রাম-কেন্দোমারি ও নন্দকুমার বলাইপণ্ডা রেললাইন প্রকল্প। যার ফলে খুশির হাওয়া পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। তমলুক থেকে দিঘা রেল লাইনে নন্দকুমার স্টেশন। এই নন্দকুমার থেকে নতুন লাইন পৌঁছে যাবে পূর্ব মেদিনীপুর জেলার আর এক শেষ প্রান্ত ময়না ব্লকের বলাইপণ্ডায়।
advertisement

নন্দকুমার ও ময়না ব্লক প্রধানত কৃষি প্রধান ব্লক। এই ব্লক দুটিতে ধান, পান, ফুল ও প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। এই রেললাইন প্রকল্প শুরু হলে এলাকার অর্থ সামাজিক পরিবেশ বদলে যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। এ বিষয়ে ব্যবসায়ী রাজকুমার দাস জানান, “এই রেললাইন প্রকল্প বাস্তবায়ন হলে কৃষি নির্ভর গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নতি এক লাফে অনেকটাই বেড়ে যাবে। তাই এই রেল প্রকল্প ঘোষণা হয় আমরা খুশি।”

advertisement

আরও পড়ুন: ডেনমার্ক, স্পেন…! বিদেশি শিল্পীদের বাউল টান, জমাটি আয়োজন বর্ধমানে, চুটিয়ে উপভোগ করলেন দর্শকরা

অন্যদিকে নন্দকুমারের স্থানীয় বাসিন্দা শিব শঙ্কর অধিকারী জানিয়েছেন, “এর ফলে নন্দকুমার ময়না তমলুক ও হলদিয়া শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বদলে যাবে মানুষের জীবন যাত্রার মান।” স্থানীয় পঞ্চায়েত প্রধান তমাল কুইতি জানান, “এই রেল প্রকল্প ঘোষণা হয় নন্দকুমারীর মানুষজনের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে। জেলায় যাতায়াত ব্যবস্থা বদলে গিয়ে তা ট্রেন নির্ভর হবে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ধূপগুড়ি হাসপাতালে ইতিহাসের সূচনা! চালু হল সিজারিয়ান পরিষেবা,খুশির হাওয়া চা বাগান-বনবস্তিতে
আরও দেখুন

পূর্ব মেদিনীপুর জেলায় নন্দকুমার থেকে বলাইপণ্ডা পর্যন্ত রেল প্রকল্প ঘোষণা হওয়ায় খানিকটা মিশ্র প্রতিক্রিয়া। কারণ নন্দকুমার থেকে ময়না ব্লকের বেশ কিছু মানুষ জানান রেল প্রকল্প ঘোষণা হয়েছে ভাল কথা কিন্তু কাজ আদৌ শুরু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুর জেলায় আরও দুটি নতুন রেললাইন প্রকল্প ঘোষণা হয়েছে। জেলার শিক্ষাবিদ থেকে ব্যবসায়ীরা মনে করছেন এই প্রকল্পগুলি বাস্তবায়নের মুখ দেখলে জেলার অর্থনৈতিক পরিকাঠামো বদলে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: কাঁথি-এগরা, নন্দীগ্রাম-কেন্দোমারি, নন্দকুমার-বলাইপণ্ডা রেললাইন নিয়ে জারি রেলের নয়া বিজ্ঞপ্তি! খুশির হাওয়া জেলায়, তুঙ্গে কৌতূহল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল