TRENDING:

Husband Wife: ভয়াবহ ঘটনা, মহেশতলায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার! আবাসনের বাসিন্দারা যা বলছেন, শিউরে উঠবেন শুনে

Last Updated:

Husband Wife: পুলিশ সূত্রে খবর, মৃত স্বামীর নাম তন্ময় দে (৫৪), মৃতা স্ত্রীর নাম রুমা রক্ষিত দে (৪৮)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহেশতলা: মহেশতলায় ফ্ল্যাট থেকে স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার। ঘটনাটি ঘটে শনিবার মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট ২০ ফুট এলাকায়। ওই এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার হয়। শনিবার সকাল থেকে দরজা না খোলায় ওই আবাসনের বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছে ঘর থেকে স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত স্বামীর নাম তন্ময় দে (৫৪), মৃতা স্ত্রীর নাম রুমা রক্ষিত দে (৪৮)। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন দুজনে। ঋণের দায়ে আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক অনুমান।

স্থানীয় সূত্রে খবর, প্রায় পাঁচ বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন দম্পতি। তাদের দুইজনেরই বিবাহিত জীবন ছিল। তবে তন্ময় বাবুর স্ত্রী মারা যান এবং রুমা দেবীরও স্বামী মারা যান। তারপর রেজিস্ট্রি ম্যারেজ করেন দুজনে। এরপর দুজনে একসঙ্গে মোল্লার গেটের এই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দায়িত্ব অনেক! সিভিকের ডিউটি করে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর বর্ষা ঘোড়াই
আরও দেখুন

ওই ফ্ল্যাটের মালিক অমিত কুমার জানান, দুজনেই কাজে যেতেন। স্বামী স্ত্রীর মধ্যে কোনও দিন ঝগড়া হত না, খুব সুখী জীবনযাপন করতেন তারা। শনিবার দেহ উদ্ধারের ঘটনায় আবাসনের অন্যান্য বাসিন্দাদের হতবাক হয়ে পড়েছেন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Husband Wife: ভয়াবহ ঘটনা, মহেশতলায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার! আবাসনের বাসিন্দারা যা বলছেন, শিউরে উঠবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল