পুলিশ সূত্রে খবর, মৃত স্বামীর নাম তন্ময় দে (৫৪), মৃতা স্ত্রীর নাম রুমা রক্ষিত দে (৪৮)। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন দুজনে। ঋণের দায়ে আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক অনুমান।
স্থানীয় সূত্রে খবর, প্রায় পাঁচ বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন দম্পতি। তাদের দুইজনেরই বিবাহিত জীবন ছিল। তবে তন্ময় বাবুর স্ত্রী মারা যান এবং রুমা দেবীরও স্বামী মারা যান। তারপর রেজিস্ট্রি ম্যারেজ করেন দুজনে। এরপর দুজনে একসঙ্গে মোল্লার গেটের এই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।
advertisement
ওই ফ্ল্যাটের মালিক অমিত কুমার জানান, দুজনেই কাজে যেতেন। স্বামী স্ত্রীর মধ্যে কোনও দিন ঝগড়া হত না, খুব সুখী জীবনযাপন করতেন তারা। শনিবার দেহ উদ্ধারের ঘটনায় আবাসনের অন্যান্য বাসিন্দাদের হতবাক হয়ে পড়েছেন।
