গ্ৰামের মধ্যে ভালুক ছানাকে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে সেই খবর। সকাল থেকেই গ্রামের মধ্যে ভালুক দেখতে দূর দূরান্তের মানুষ ছুটে আসছে।
এই প্রসঙ্গে খুনিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দে জানিয়েছেন, সম্ভবত ভুটান থেকে এই বাচ্চা ভালুকটি এই অঞ্চলে প্রবেশ করেছে। চা বাগানের শ্রমিকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বন বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উদ্ধার করে কালো কুচকুচে হিমালয়ান ব্ল্যাক বিয়ারটিকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার পর ভালুকটিকে নেওড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন বিভাগ সূত্রে জানা গিয়েছে। পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার বলেন, ডুয়ার্সে আরও বাড়তে পারে ভালুকের সংখ্যা। কারণ পাহাড়কে যেভাবে ধ্বংস করা হচ্ছে ভালুকদের যে বাসস্থান রয়েছে সেই সব বাসস্থানগুলিতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই কারণেই ডুয়ার্সমুখী হতে পারে ভাল্লুক।






