TRENDING:

German Cup 2026: ভাল খেললেই সোজা জার্মানি! গ্রামবাংলার মাঠ থেকে আগামীর ফুটবল তারকা খুঁজতে জার্মান কাপ ২০২৬, জেলা পুলিশের দুর্দান্ত উদ্যোগ

Last Updated:

German Cup 2026: জেলার পুলিশ সুপার জানান, সারা জেলার মধ্যে যে ২-৩ জন ভাল খেলবে, তাঁদের ভাল ফুটবল প্রশিক্ষণ এবং খেলার জন্য আমরা জার্মানি পাঠাব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলার স্কুলগুলিকে নিয়ে অনূর্ধ্ব-১৭ জার্মান কাপ ২০২৬ শুরু হয়েছে। কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী মেদিনীপুর পুলিশ লাইনস থেকে এই নিয়ে ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ডেবরা এসডিপিও-র অধীন তিনটি থানার খেলা চলছে।
জার্মান কাপ ২০২৬
জার্মান কাপ ২০২৬
advertisement

থানা এলাকায় মোট ১৬টি স্কুলকে নিয়ে ১৬টি দল তৈরি করা হয়েছে। সেই দলগুলিকে নিয়েই চলছে এই ফুটবল টুর্নামেন্ট। ইতিমধ্যে ডেবরা ও পিংলায় খেলা সম্পূর্ণ হয়েছে। এবার সবংয়ে শুরু হবে।

আরও পড়ুনঃ তুলসিচারার মেলা দেখে বাড়ি ফেরার পথে মারাত্মক কাণ্ড! নয়ানজুলিতে উল্টে গেল চারচাকা, আহত ৬

advertisement

জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী জানান, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এই খেলা চলছে। জেলার ৭টি এসডিপিও জোন রয়েছে। সেই জোন অনুযায়ী স্কুলের পড়ুয়াদের নিয়ে ম্যাচ চলছে। নারায়ণগড়, বেলদা, খড়গপুর, দাসপুর, ঘাটাল, মোহনপুর, শালবনী, গড়বেতা সহ প্রত্যেকটি থানায় এই ফুটবল টুর্নামেন্ট চলছে। এখান থেকে আমরা ১৬টি দলকে নিয়ে শালবনী স্টেডিয়ামে বা অন্য কোনও জায়গায় ফাইন্যাল ম্যাচের আয়োজন করব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলমহলে অগ্নিকাণ্ড! কেশিয়াড়িতে পর পর আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি, দোকান! আতঙ্ক
আরও দেখুন

একইসঙ্গে তিনি জানান, যারা বিজয়ী এবং বিজীত তাঁদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি সারা জেলার মধ্যে যে ২-৩ জন ভাল খেলবে, তাঁদের ভাল ফুটবল প্রশিক্ষণ এবং খেলার জন্য আমরা জার্মানি পাঠাব। বর্তমান সময়ে যেখানে খেলা ছেড়ে সবাই ফোনের দিকে ঝুঁকছে, সেই জায়গা থেকে পড়ুয়াদের খেলার দিকে উদ্বুদ্ধ করাটাই আমাদের লক্ষ্য। এতে মন এবং শরীর দুইই ভাল থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
German Cup 2026: ভাল খেললেই সোজা জার্মানি! গ্রামবাংলার মাঠ থেকে আগামীর ফুটবল তারকা খুঁজতে জার্মান কাপ ২০২৬, জেলা পুলিশের দুর্দান্ত উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল