পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের শিব কুমার হরিজন বিদ্যালয় এদিন ধরা পড়ল এক অভিনব দৃশ্য। প্রথাগত পঠনপাঠনের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীরা মেতে উঠল সরাসরি ব্যবসায়িক অভিজ্ঞতায়। বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল একদিনের ফুড ফেস্টিভ্যালের আর সেই অনুষ্ঠানেই অংশ গ্রহণ করেন ছাত্রছাত্রীরা থেকে অভিভাবকরা সকলেই। দিন দিন কমে যাচ্ছে সরকারি বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা,তাই ছাত্র-ছাত্রীদের সরকারি বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে এই বিশেষ উদ্যোগ জানান বিদ্যালয়ের শিক্ষক।
advertisement
এদিন মোট ১৫টি স্টল ছিল এই ফুড ফেস্টিভ্যালে। সেখানে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা নিজেদের তৈরি ফুচকা, ঝালমুড়ি, দইবড়া, রোল, কাটলেট, লুচি, ঘুগনি, চা, কফি ইত্যাদি বিক্রি করেন। শিক্ষিকা দেবলীনা চট্টোপাধ্যায় বলেন, ‘‘ছাত্রছাত্রীদের পরিশ্রমের মূল্যবোধ বোঝাতে এবং একইসঙ্গে ব্যবসায়িক পাঠ দিতে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন। অনেক সময়ই শিশুরা তাঁদের বাবা-মার পরিশ্রমকে তেমন গুরুত্ব দেয় না। এই ফেস্টিভ্যালের মাধ্যমে এই মূল্যবোধ জাগাতে চেয়েছি আমরা।’’
বইয়ের পাতার বাইরে এসে হাতে-কলমে ব্যবসার অভিজ্ঞতা অর্জন এবং পরিশ্রমের মাধ্যমে উপার্জনের আনন্দ ভবিষ্যতে পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে আরও বলে আশাবাদী শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি বিদ্যালয়ের এই সৃজনশীল প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষও।