TRENDING:

East Bardhaman News: ভয়ের বদলে বাড়িয়ে দিলেন মমতার হাত, অসুস্থ শিয়ালের সেবা করলেন গ্রামবাসীরা! মন ভাল করা ছবি খণ্ডঘোষে

Last Updated:

East Bardhaman News: গ্রামের মধ্যে হঠাৎ করে ঢুকে পড়েছিল একটি শিয়াল। প্রথম ভয় পেলেও পরে অসুস্থ শিয়ালকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খণ্ডঘোষ,সায়নী সরকার: পরিবেশ রক্ষার নতুন পাঠ দিলেন গ্রামবাসীরা! গ্রামের মধ্যে হঠাৎ করে ঢুকে পড়েছিল একটি শিয়াল। প্রথম ভয় পেলেও পরে অসুস্থ শিয়ালকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। খন্ডঘোষের সগড়াই গ্রাম পঞ্চায়েতের জুবিলা গ্রামের ঘটনা। মঙ্গলবার সকালে গ্রামের মধ্যে ঢুকে পরে শিয়ালটি। প্রথমে গ্রামের মানুষ ভয় পেলেও পরে তারা বুঝতে পারেন শিয়ালটি অসুস্থ।
শিয়াল
শিয়াল
advertisement

গ্রামবাসীরা অসুস্থ শিয়ালটিকে জল ও খাবার দেন এবং বন দফতরকে খবর দেন তারা। এরপর বনদফতরে খবর দেওয়া হলে কর্মীরা এসে শিয়ালটিকে উদ্ধার করে নিয়ে যান। এই বিষয়ে বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, সকালে একটি শিয়াল গ্রামের ঢুকে পড়েছিল। শিয়ালটি অসুস্থও ছিল। বিশিষ্ট সমাজসেবী প্রলয় মজুমদারের মাধ্যমে আমরা খবর পাই।

advertisement

আরও পড়ুন: সব ঘরে রান্না বন্ধ, মাঠে বসে পাত পেড়ে জমাটি ভূরিভোজ! মাছ আর কুল ডালের গন্ধে ম ম করছে এলাকা

খবর পাওয়া মাত্রই আমরা ওই গ্রামের পঞ্চায়েতের সদস্যদের খবর দিই, যাতে শিয়ালটিকে যথাযথ ভাবে বন দফতরে হাতে তুলে দেওয়া যায়। অসুস্থ শিয়ালটিকে খাবার ও জল দেন গ্রামবাসীরা। পরে বন দফতরের কর্মীরা গিয়ে শিয়ালটি উদ্ধার করে নিয়ে যান। সাধারণত শিয়াল দেখে মানুষ ভয় পায়। কিন্তু জুবিলা গ্রামের মানুষ অসুস্থ শিয়ালকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন। গ্রামবাসীকে সাধুবাদ জানাই এবং এই ঘটনার মধ্য দিয়ে একটি বার্তা দেব।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ডায়মন্ডহারবারে 'রসমতী',আসলে পাবেন গুড়ের পিঠে-পুলি,শীত শেষ হওয়ার আগে আরও একবার মিষ্টিমুখ
আরও দেখুন

তিনি বলেন, পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য সকল প্রাণীর বেঁচে থাকাই খুব দরকার। তাই সকলকে বলব, যদি কোনও প্রাণী অসুস্থ হয়ে গ্রামে পৌঁছয়, তাদের ক্ষতি না করে বন দফতরকে খবর দিন। তাদেরকে পরিবেশে ফিরিয়ে দেওয়ার আমাদের দায়িত্ব। জুবিলা গ্রামের বাসিন্দারা একটি উদাহরণ হয়ে থাকবে সকলের কাছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ভয়ের বদলে বাড়িয়ে দিলেন মমতার হাত, অসুস্থ শিয়ালের সেবা করলেন গ্রামবাসীরা! মন ভাল করা ছবি খণ্ডঘোষে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল