পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিরাজ আলি দফাদার নিজের বাড়ির সামনেই রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকাই কাটোয়ার দিক থেকে বর্ধমানগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। ঘটনাটি চোখে পড়তেই বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় মিরাজকে দ্রুত উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
চিকিৎসকরা পরীক্ষা করে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী রীনা বিবি কান্নায় ভেঙে পড়েন। পরিবারের দাবি, মিরাজ আলি দফাদারই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তার দুই ছেলে এখনও পড়াশোনা করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভাইপো লতিফউদ্দিন দফাদার বলেন, “কাকাই ছিল পরিবারের একমাত্র ভরসা। আজ আমাদের মাথার উপর থেকে ছাদ সরে গেল।” ঘটনার খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। লরিটিকে আটক করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।






