২০২৪ সালের ৩০ জুনের রাতভর প্রবল বৃষ্টিতে সেতুর সংযোগকারী রাস্তা ভেঙে গিয়ে দুর্ভোগের ছবি দেখা যায় ফাঁসিদেওয়ার গঙ্গারাম চা বাগানের টুনা নদীতে। গঙ্গারাম বাজার ঢোকার মুখেই গ্রামের যাতায়াতের একটিমাত্র রাস্তা ভেঙে বন্ধ হয়ে যায় যোগাযোগ। কোনোক্রমে নদী দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার করে দিন গুজরান করতেন স্কুল পড়ুয়া সহ বাসিন্দারা।
advertisement
এদিকে বাজার সহ ৭টি গ্রামের ভরসা এই রাস্তা। রাস্তা ভাঙায় ঘুরপথে ১২ কিলোমিটার পথ যাতায়াতও সমস্যার। এই অবস্থায় উদ্যোগী হয় শিলিগুড়ি মহকুমা পরিষদ। WBSRDA-র উদ্যোগে ও মহকুমা পরিষদের সহযোগিতায় ৬২ লক্ষ টাকায় সেতুর কাজের শিলান্যাস হল।
ফাঁসিদেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকায় সেতুর কাজের শিলান্যাস করলেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কুমুদিনী বরাইক ঘোষ, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা ও ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান জন রাজন কিন্ডো। আদিবাসী সম্প্রদায়ের বসবাস এলাকায় সেতু পেয়ে খুশি স্থানীয়রা। অন্যদিকে গোটা ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির সভাপতি। জানা যাচ্ছে, ১২৫ মিটার এই সেতু হলে সেতুর ২ পাড়ের ৮ গ্রামের যোগাযোগ উন্নত হবে।
