TRENDING:

Buxa Tiger Reserve: এবার কি বক্সায় গেলেই দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের? আলাদা-আলাদা পায়ের ছাপে উচ্ছ্বসিত বন দফতর

Last Updated:

Buxa Tiger Reserve: ক্যামেরায় ধরা পড়া বাঘ বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগ দিয়ে ভুটানে ফিরে গিয়েছে বলেও জানিয়েছে বন দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে আরও বাঘের ছবি ধরা পড়ল। তবে একই রয়্যাল বেঙ্গল টাইগারের একাধিক ছবি মিলেছে বলে জানিয়েছে বন দফতর। সব ছবিই খতিয়ে দেখছে বন দফতর। ইতিমধ্যেই বাঘের পায়ের ছাপ দেখে জঙ্গলে ডোরাকাটার সম্ভাব্য চলাফেরার রুট নির্ধারণ করেছে বন দফতর।
উত্তরের জঙ্গলে কত বাঘ?
উত্তরের জঙ্গলে কত বাঘ?
advertisement

ক্যামেরায় ধরা পড়া বাঘ বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগ দিয়ে ভুটানে ফিরে গিয়েছে বলেও জানিয়েছে বন দফতর। ওই পথে নিরাপত্তাও বাড়িয়েছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। বক্সা টাইগার রিজার্ভের উপক্ষেত্র অধিকর্তা ডা: হরিকৃষ্ণণ বলেন, “আমরা একই বাঘের একাধিক ছবি পেয়েছি। একাধিক পায়ের ছাপও মিলেছে। বাঘটি বক্সা ছেড়ে চলে গেছে।“

সেরা ভিডিও

আরও দেখুন
কর্পোরেট নয়, আবৃত্তিকে বেছে নিয়েছিলেন আজ আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় বাচিক শিল্পী তিনি 
আরও দেখুন

উল্লেখ্য ২০২১ সালের পর ২০২৩ সালে বক্সাতে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দি হয়। তার পরে ২০২৬ সালের ১৫ জানুয়ারি ফের একটি বিশালাকার পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দি হয়। সেই বাঘের একাধিক ছবি ও পায়ের ছাপও পায় বন দফতর। বক্সাতে বাঘের ছবি ক্যামেরা বন্দি হওয়ায় উচ্ছ্বসিত রাজ্য বন দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Buxa Tiger Reserve: এবার কি বক্সায় গেলেই দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের? আলাদা-আলাদা পায়ের ছাপে উচ্ছ্বসিত বন দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল