ক্যামেরায় ধরা পড়া বাঘ বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগ দিয়ে ভুটানে ফিরে গিয়েছে বলেও জানিয়েছে বন দফতর। ওই পথে নিরাপত্তাও বাড়িয়েছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। বক্সা টাইগার রিজার্ভের উপক্ষেত্র অধিকর্তা ডা: হরিকৃষ্ণণ বলেন, “আমরা একই বাঘের একাধিক ছবি পেয়েছি। একাধিক পায়ের ছাপও মিলেছে। বাঘটি বক্সা ছেড়ে চলে গেছে।“
উল্লেখ্য ২০২১ সালের পর ২০২৩ সালে বক্সাতে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দি হয়। তার পরে ২০২৬ সালের ১৫ জানুয়ারি ফের একটি বিশালাকার পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দি হয়। সেই বাঘের একাধিক ছবি ও পায়ের ছাপও পায় বন দফতর। বক্সাতে বাঘের ছবি ক্যামেরা বন্দি হওয়ায় উচ্ছ্বসিত রাজ্য বন দফতর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 8:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Buxa Tiger Reserve: এবার কি বক্সায় গেলেই দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের? আলাদা-আলাদা পায়ের ছাপে উচ্ছ্বসিত বন দফতর
