বীরভূম জেলা ও ভিনজেলা মিলিয়ে প্রায় ৩০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে জয়দেব মেলায়। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে ২০০টি সিসিটিভি ক্যামেরা, ১৪টি ওয়াচ টাওয়ার, উঁচু জায়গা থেকে দূরবীনে নজরদারি এবং একাধিক ড্রোন। পাশাপাশি ভিড়ের মধ্যে সাদা পোশাকে পুলিশকর্মী ও অ্যান্টি ক্রাইম টিম সক্রিয় থাকায় দুষ্কৃতীদের চিহ্নিত করা সহজ হয়েছে।
advertisement
বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগারওয়াল জানান, “অপ্রীতিকর ঘটনা এড়াতে মকর সংক্রান্তির দিনে, অর্থাৎ ১৪ জানুয়ারি, জয়দেব মেলা চত্বর থেকে প্রতিরোধমূলকভাবে প্রায় ১০০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।”
নিরাপত্তার এই কড়াকড়িতে খুশি পর্যটকরাও। সন্দেশখালি থেকে আসা পর্যটক বাপি মাহাতো বলেন, “আমি ২০১১ সাল থেকে জয়দেব মেলায় আসছি। এ বছর দু’টি বাসে করে প্রায় ১১০ জন এসেছি। আগের তুলনায় এ বার ব্যবস্থাপনা অনেক ভাল, পর্যাপ্ত আলো ও শৌচালয় রয়েছে, আর পুলিশি উপস্থিতিও চোখে পড়ার মতো। আগে যে নিরাপত্তাহীনতা বোধ করতাম, সেটা এখন অনেকটাই কম।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশি তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারির সুফলে এবছর জয়দেব মেলায় নিরাপত্তার মান যে এক ধাপ এগোল, তা মেনে নিচ্ছেন সাধারণ মানুষ থেকে পর্যটক সকলেই।





