জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ৬৫৪ জন উপভোক্তার হাতে জমির সরকারি পাট্টা তুলে দেওয়া হয়েছে। পাট্টা প্রাপকের সংখ্যার নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে দুবরাজপুর ব্লক, যেখানে ১৬২টি পাট্টা বিতরণ করা হয়েছে। অন্যদিকে মুরারই ২, ময়ূরেশ্বর ২ এবং লাভপুর ব্লকে এদিন কোনও পাট্টা বিতরণ হয়নি। তবে প্রশাসন সূত্রের খবর, আগামী দিনে আরও কয়েক জনকে সরকারি পাট্টা দেওয়া হবে।
advertisement
অনুষ্ঠানের মঞ্চ থেকে ১৭ জন উপভোক্তার হাতে ট্রাক্টর, হ্যান্ড ট্রাক্টর, স্প্রে মেশিন-সহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রকৃত প্রাপকদের হাতে শস্য বিমার টাকাও দেওয়া হয়। জেলা সভাধিপতি কাজল শেখ উপভোক্তাদের হাতে পাট্টা ও সামগ্রী তুলে দেন। মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার আমনদীপ, বোলপুরের সাংসদ অসিত মাল-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।
জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, যাঁদের নিজের বাড়ি নেই, যাঁরা মাটির বাড়িতে থাকেন বা যাঁদের ছাদহীন অবস্থায় জীবন কাটাতে হয় সেই মানুষদের কথা ভেবেই সরকার সরাসরি তাঁদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছে। পাশাপাশি সারা বাংলার ভূমিহীন মানুষদের জমির অধিকার দিতে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। তাঁর নির্দেশে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটি ব্লকেই পাট্টা বিতরণ করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে কৃষকদের জন্য যে সব আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে, সেগুলি এ দিন সরাসরি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে কৃষিজীবী ও শ্রমজীবী মানুষ উপকৃত হবেন এবং কৃষিকাজ আরও সহজ ও উৎপাদনশীল হবে বলে আশাবাদী জেলা প্রশাসন।




