ইতিমধ্যেই রেল মন্ত্রক চলতি সপ্তাহেই বাংলায় একাধিক নয়া রেল লাইনের অনুমোদন দিয়ে বসে আছে। পশ্চিমবঙ্গে নিম্নলিখিত নতুন রেল লাইন প্রকল্পগুলির নির্মাণকাজ শুরু করার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। এই প্রকল্পগুলি হল:-
কাঁথি – এগরা নতুন রেল লাইন
নন্দকুমার – বলাইপন্ডা নতুন রেল লাইন
নন্দীগ্রাম – কেন্দামারি (নয়াচর) নতুন রেল লাইন
বোয়াইচণ্ডী – আরামবাগ
advertisement
বোয়াইচণ্ডী – খানা নতুন রেল লাইন
বাঁকুড়া (কলাবতী) – পুরুলিয়া হুড়া হয়ে নতুন রেল লাইন
রায়গঞ্জ-ডালখোলা নতুন রেল লাইন
রায়গঞ্জ-ইটাহার-গাজোল নতুন রেল লাইন
এর পাশাপাশি বাংলায় রেল মন্ত্রক মোট ১৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের তিনটি নতুন লাইন প্রকল্পের জন্য চূড়ান্ত স্থান জরিপের অনুমোদন দিয়েছে।
এই তিনটি নতুন লাইন প্রকল্প হলো:
১) রাজনগর এবং বক্রেশ্বর ধামের মধ্য দিয়ে সিউড়ি – নালা নতুন লাইন (৭৩ কিমি)
২)আরামবাগ – খানাকুল নতুন লাইন (২৭ কিমি)
৩) রসুলপুর – জঙ্গলপাড়া নতুন লাইন (৭৮ কিমি)।
এখানেই থেমে থাকা নয়, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক স্টেশনে নানা গুরুত্বপূর্ণ স্টেশনের স্টপেজ বাড়ানো শুরু হয়েছে।
যা ঘিরে স্থানীয় স্তরে বিজেপির সাংসদ-বিধায়করা জোরদার প্রচার শুরু করেছেন। প্রচারে উল্লেখ করা হচ্ছে, মানুষের সুবিধায় কেন্দ্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্ত। যা একপ্রকার ভোট প্রচারের জনসংযোগ।
অন্যদিকে, রাজ্যের শাসক দলও এই ইস্যুতে পিছিয়ে নেই। নিত্যদিন ট্রেন লেট চলা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রেলমন্ত্রী হিসাবে কি কাজ করে গেছেন তার ফিরিস্তি মানুষের কাছে তুলে ধরতে চায়। ভোটমুখী বাংলায় রেল ঘিরে জমজমাট রাজনৈতিক জনসংযোগের লড়াই।
