TRENDING:

ভোটমুখী বাংলায় পাখির চোখ রেল! জোর প্রচার বিজেপির! পাল্টা তৃণমূলও

Last Updated:

জোরদার প্রচারে দুই যুযুধান শিবির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটের আগে রেল নিয়ে ঢ্যালাও প্রচারে নামতে চলেছে বিজেপি। বাংলা কেন্দ্রিক একাধিক রেল প্রকল্পের ঘোষণা বা অনুমোদন প্রতিদিন দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। আবার নানা সেমি আর্বান স্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দিচ্ছে রেল। এই অবস্থায় প্রচারে পিছিয়ে থাকতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। কাজ মমতার, ফিতে কাটছে কেন্দ্রের বর্তমান সরকার এই ইস্যুতে জোরদার প্রচারে নামার পরিকল্পনা তৃণমূলের। বিশেষ করে যে সব জায়গা থেকে রেল প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
News18
News18
advertisement

ইতিমধ্যেই রেল মন্ত্রক চলতি সপ্তাহেই বাংলায় একাধিক নয়া রেল লাইনের অনুমোদন দিয়ে বসে আছে। পশ্চিমবঙ্গে নিম্নলিখিত নতুন রেল লাইন প্রকল্পগুলির নির্মাণকাজ শুরু করার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। এই প্রকল্পগুলি হল:-

কাঁথি – এগরা নতুন রেল লাইন

নন্দকুমার – বলাইপন্ডা নতুন রেল লাইন

নন্দীগ্রাম – কেন্দামারি (নয়াচর) নতুন রেল লাইন

বোয়াইচণ্ডী – আরামবাগ

advertisement

বোয়াইচণ্ডী – খানা নতুন রেল লাইন

বাঁকুড়া (কলাবতী) – পুরুলিয়া হুড়া হয়ে নতুন রেল লাইন

রায়গঞ্জ-ডালখোলা নতুন রেল লাইন

রায়গঞ্জ-ইটাহার-গাজোল নতুন রেল লাইন

এর পাশাপাশি বাংলায় রেল মন্ত্রক মোট ১৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের তিনটি নতুন লাইন প্রকল্পের জন্য চূড়ান্ত স্থান জরিপের অনুমোদন দিয়েছে।

এই তিনটি নতুন লাইন প্রকল্প হলো:

১) রাজনগর এবং বক্রেশ্বর ধামের মধ্য দিয়ে সিউড়ি – নালা নতুন লাইন (৭৩ কিমি)

advertisement

২)আরামবাগ – খানাকুল নতুন লাইন (২৭ কিমি)

৩)  রসুলপুর – জঙ্গলপাড়া নতুন লাইন (৭৮ কিমি)।

এখানেই থেমে থাকা নয়, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক স্টেশনে নানা গুরুত্বপূর্ণ স্টেশনের স্টপেজ বাড়ানো শুরু হয়েছে।

যা ঘিরে স্থানীয় স্তরে বিজেপির সাংসদ-বিধায়করা জোরদার প্রচার শুরু করেছেন। প্রচারে উল্লেখ করা হচ্ছে, মানুষের সুবিধায় কেন্দ্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্ত।  যা একপ্রকার ভোট প্রচারের জনসংযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়েবাড়ি হোক বা অফিসের ক্যাজুয়াল লুক, কাঁথিতে মাত্র ৫০০ টাকায় মিলছে পছন্দের শাড়ি
আরও দেখুন

অন্যদিকে, রাজ্যের শাসক দলও এই ইস্যুতে পিছিয়ে নেই। নিত্যদিন ট্রেন লেট চলা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রেলমন্ত্রী হিসাবে কি কাজ করে গেছেন তার ফিরিস্তি মানুষের কাছে তুলে ধরতে চায়। ভোটমুখী বাংলায় রেল ঘিরে জমজমাট রাজনৈতিক জনসংযোগের লড়াই।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ভোটমুখী বাংলায় পাখির চোখ রেল! জোর প্রচার বিজেপির! পাল্টা তৃণমূলও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল