আগুন জ্বলতে দেখে প্রাথমিকভাবে হ্যাচারি কর্তৃপক্ষ ও স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ছড়াতে শুরু করে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে আসে ওন্দা থানার পুলিশ।
আরও পড়ুনঃ মদের আসরে বচসার মাঝেই গলায় কোপ! শ্যামনগরে খু*ন মাঝবয়সী ব্যক্তি, শীতের রাতে রক্তারক্তি কাণ্ড
advertisement
বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় হাজার হাজার টাকার মাছের ডিম পোনা উৎপাদনের ওষুধ ও খাবার। এদিন শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান করছে হ্যাচারি কর্তৃপক্ষ।
এই বিষয়ে হ্যাচারির মালিক জয়দেব হাজরা বলেন, “আমি এখান থেকে বেরনোর কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ভেবেছিল আমি ভিতরে রয়েছি। ঘরের মধ্যে যা ছিল, সব কিছু পুড়ে গিয়েছে।”
কী কী ভস্মীভূত হয়েছে জিজ্ঞেস করায় জয়দেববাবু বলেন, “ভিতরে ৩০-৩৫ হাজার টাকার মাছের খাবার ছিল। এছাড়াও বেশ কিছু ওষুধ হাঁড়ি, বিছানা, পালঙ্ক সহ আরও বেশ কিছু জিনিস ছিল।” শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান করছেন ক্ষতিগ্রস্ত হ্যাচারির মালিক।
