খেজুরির কৃষ্ণনগরের চন্ডীভেটি রেলগেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দেন স্থানীয় এক মহিলা। তারপর সামনের ইঞ্জিনে গেঁথে থাকা তাঁর ডেডবডি নিয়েই কাঁথি স্টেশনে পৌঁছল ট্রেনটি।
হাওড়া থেকে দিঘাগামী ১২৮৫৭ আপ তাম্রলিপ্ত এক্সপ্রেসে এক মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। হেঁড়িয়া ও নাচিন্দা স্টেশনের মাঝামাঝি এল/সি গেট নম্বর–৩৮ এর কাছে এক অজ্ঞাতপরিচয় মহিলা আচমকাই চলন্ত ট্রেনের সামনে চলে আসেন। মুহূর্তের মধ্যেই তিনি ট্রেনের সঙ্গে গেঁথে যান।
advertisement
দুর্ঘটনার পর ট্রেনটি সেই অবস্থাতেই কাঁথি স্টেশনে এসে পৌঁছয়। খবর পেয়ে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তও শুরু করেছে। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।
সুজিত ভৌমিক
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 2:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত মহিলাকে নিয়ে ছুটল ট্রেন! খেজুরিতে চাঞ্চল্য
