জানা গিয়েছে, হাড়োয়ার হাড়োয়া পিজি হাই স্কুলে আজ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছিল পরীক্ষার্থীদের। সেইমতো মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলে এসে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু একটি ছাত্র লাইন থেকে বেরিয়ে বেলাইনে গিয়ে অ্যাডমিট কার্ড নেওয়ার চেষ্টা করছিল করে বলে অভিযোগ। সেই সময় এক ছাত্র প্রতিবাদ করে। প্রতিবাদ করতেই দুই ছাত্রের মধ্যে মারামারি লেগে যায়।
advertisement
এরপর অ্যাডমিট কার্ড নিয়ে স্কুলের বাইরে আসার পর অভিযুক্ত ছাত্র আক্রান্ত ছাত্রটিকে মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা বাইরে এসে আক্রান্ত ছাত্রটিকে হাড়োয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুলের পরিচালন সমিতির সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে, অভিযুক্ত ছাত্রর ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে মাধ্যমিক পরীক্ষা দিতে দিলেও মাধ্যমিক পরীক্ষা পাস করার পর এই স্কুলে তাকে আর ভর্তি নেওয়া হবে না। পাশাপাশি তার বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।
