TRENDING:

North 24 Parganas News: ডিজিটাল নজরদারিতে জঞ্জাল মুক্তি! চালু জিও-ট্যাগিং জিপিএস ইনস্টলেশন সিস্টেম

Last Updated:

জিও ট্যাগিং জিপিএস সিস্টেম ব্যবহার করেই এবার নজর রাখবে পৌরসভা! মিলবে সুবিধা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসত, রুদ্র নারায়ন রায়: বারাসত মহকুমায় এই প্রথম জিও-ট্যাগিং জিপিএস ইনস্টলেশন সিস্টেম চালু করল অশোকনগর কল্যাণগড় পুরসভা। পুরসভার মোট ২৩টি ওয়ার্ডের মধ্যে পরীক্ষামূলকভাবে ১০ নম্বর ও ১৪ নম্বর ওয়ার্ডকে বেছে নিয়ে শুরু হয়েছে এই অভিনব ডিজিটালাইজেশন প্রকল্প। ইতিমধ্যেই দু-টি ওয়ার্ডে বাড়ি বাড়ি ইউনিক কিউআর কোড বসানোর কাজ শুরু হয়েছে। ফলে, ডিজিটাল নজরদারিতে জঞ্জাল মুক্তির পথে আরও একধাপ অগ্রসর হল অশোকনগর কল্যাণগড়।
advertisement

জানা গিয়েছে, এই জিও-ট্যাগিং ও জিপিএস ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের ১০০ শতাংশ নিশ্চিত করাই মূল লক্ষ্য। ইউনিক কিউআর কোডে সংশ্লিষ্ট বাড়ির মালিকের যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে। নির্মল বন্ধুরা বিশেষ ডিভাইস দিয়ে কোড স্ক্যান করলে জানা যাবে ওই বাড়ি থেকে কী ধরনের বর্জ্য বেশি উৎপন্ন হচ্ছে এবং তার পরিমাণ কত। এই তথ্যের ভিত্তিতে বর্জ্য ব্যবস্থাপনা আরও পরিকল্পিত করা সম্ভব হবে বলে মনে করছে পুরসভা। বিশেষ করে বাড়িতে জমে থাকা আবর্জনা ও নোংরা জল থেকে ডেঙ্গি সহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। নতুন এই জিপিএস ট্র্যাকিং ব্যবস্থার ফলে সেদিকে বাড়তি নজরদারি চালান যাবে বলে দাবি পৌর কর্তৃপক্ষের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলপিন থেকে আলমারি, অ্যান্টিক জিনিস সবই অর্ধেক দামে! ঘুরে আসুন ভাঙা মেলায়, রইল রুটম্যাপ
আরও দেখুন

নোডাল অফিসার সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানান, ‘এই ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন পৌর এলাকার জঞ্জাল ও নোংরা আবর্জনার পূর্ণাঙ্গ খতিয়ান পাওয়া যাবে, তেমনই এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেও বিশেষভাবে সাহায্য করবে।’ পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, ‘আপাতত দু’টি ওয়ার্ডে এই ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে পুরো পৌর এলাকাতেই জিও-ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে।’ ১৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তাপস ভট্টাচার্য জানান, এ’ই পরিষেবা চালু হলে ওয়ার্ডে নির্মল বন্ধুরা ঠিকমতো কাজ করছেন কি না, ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার হচ্ছে কি না, সেটাও সহজেই বোঝা যাবে।’ এলাকার বাসিন্দারাও এই নতুন পরিষেবা পেয়ে খুশি বলে জানিয়েছেন। তাঁদের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার এলাকাকে আরও পরিষ্কার ও স্বাস্থ্যকর করে তুলবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ডিজিটাল নজরদারিতে জঞ্জাল মুক্তি! চালু জিও-ট্যাগিং জিপিএস ইনস্টলেশন সিস্টেম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল