TRENDING:

Anandapur Fire Incident: বাকিরা কোথায়?...এখনও খোঁজ নেই ২০ জনের! আনন্দপুরে হাহাকার, জতুগৃহে ঝলসে মৃত ৩

Last Updated:

কর্মীরা যাঁরা থাকেন, তাঁদের রান্নার গ্যাস বিস্ফোরণ হয়েছে বলেও জানা যাচ্ছে। মোট ১২টি ইঞ্জিন কাজ করছে। কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকলেও তা কতটা কাজ করেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ দমকল আধিকারিকের। দমকল আধিকারিক, কর্মীরা ও নরেন্দ্রপুর থানার পুলিশ যে সব অংশে আগুন নেভানো সম্ভব হয়েছে সেখানে সার্চ অপারেশনের জন্য ঢুকেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আনন্দপুর: সোমবার ভোররাত ৩টে নাগাদ লেগেছিল আগুন৷ তারপর ১২ ঘণ্টা কেটে গিয়েছে৷ এখনও সম্পূর্ণরূপে আয়ত্তে আসেনি আনন্দপুরের আগুন৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার সাংসদ সায়নী ঘোষ৷ আনন্দপুরের গোডাউনে আগুনের ঘটনায় ভোররাত থেকে আগুন নেভানোর কাজ চলছে৷ বারুইপুর জেলার পুলিশ সুপার সুভেন্দ্র কুমার জানিয়েছেন ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে৷ নিখোঁজ ঘটনাস্থলে থাকা আরও ২০ কর্মী৷
News18
News18
advertisement

এদিন ঘটনাস্থলে পৌঁছে সব কিছু দেখিয়ে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন, ‘‘আমরা সকলের সঙ্গে আছি৷ জেসিবি আসছে৷ বিভ্রান্তি না ছড়ানোর জন্য কতজন নিখোঁজ বলা যায় না৷ যাবতীয় সহযোগিতা করা হবে ৷ মুখ্যমন্ত্রী পাশে থেকেছেন৷ সরকারের তরফে সহায়তা করা হবে৷’’

আরও পড়ুন : আনন্দপুরে জ্বলন্ত গুদামে মৃত তিন, এখনও নিখোঁজ ১৬ কর্মী ! বিধ্বংসী আগুনে সব ছারখার

advertisement

আনন্দপুরের নাজিয়াবাদে রাত ৩টে নাগাদ আগুন লাগে একটি গোডাউনে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি আরও বেশ কিছু গোডাউনে৷ ডিভিশনাল ফায়ার অফিসার সুদীপ্ত বিট জানান, গোডাউনের পিছনের অংশেও আগুন লাগে৷ বেশ কিছু গোডাউন বাঁচান গিয়েছে। তবে লোক আটকে পড়েছে বলে দমকলের কাছে খবর।

কর্মীরা যাঁরা থাকেন, তাঁদের রান্নার গ্যাস বিস্ফোরণ হয়েছে বলেও জানা যাচ্ছে। মোট ১২টি ইঞ্জিন কাজ করছে। কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকলেও তা কতটা কাজ করেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ দমকল আধিকারিকের। দমকল আধিকারিক, কর্মীরা ও নরেন্দ্রপুর থানার পুলিশ যে সব অংশে আগুন নেভানো সম্ভব হয়েছে সেখানে সার্চ অপারেশনের জন্য ঢুকেছেন।

advertisement

আরও পড়ুন : টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন নয়, অ্যাপে যাত্রীদের উৎসাহ বাড়াতে তৎপর রেল

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা সংগ্রামীদের নাতি-নাতনিরা দিলেন বড় বার্তা! নতুনদের মনে করালেন 'আসল কর্তব্য'
আরও দেখুন

আনন্দপুরের নাজিরাবাদের গুদামে শুকনো,খাবার মজুত করা থাকত। কী ভাবে সেখানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট হয়নি।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Anandapur Fire Incident: বাকিরা কোথায়?...এখনও খোঁজ নেই ২০ জনের! আনন্দপুরে হাহাকার, জতুগৃহে ঝলসে মৃত ৩
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল