TRENDING:

Amit Shah: ‘ভিতরে লোক জ্বলে মারা গেল...,’ সভার শুরুতেই আনন্দপুর কাণ্ড নিয়ে সরব অমিত শাহ! বললেন, ‘কেন গ্রেফতার হল না মোমো কোম্পানির মালিক?’

Last Updated:

শাহ প্রশ্ন তোলেন, ‘‘জলাজমিতে তৈরি হয়েছে গোডাউন। কেনও দরজা বন্ধ ছিল। ভিতরে লোক জ্বলে মারা গেল কিন্তু কেউ শুনল না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি ঢাকা দেওয়ার, লুকনোর চেষ্টা করলে করুন, কিন্তু এপ্রিলের পরে দোষীদের প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি হবে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করবে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যারাকপুর: দু’দিনের বঙ্গ সফরে এ রাজ্যে এসেছে অমিত শাহ৷ প্রথমে ব্যারাকপুরে মতুয়া গড়ে সভা করছেন অমিত শাহ৷ এদিনের বক্তৃতার শুরুতেই আনন্দপুর অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করেন শাহ৷ বললেন, ‘‘আনন্দপুর মোমো কোম্পানির অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মৃত্যু হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই।’’
News18
News18
advertisement

এদিনের সভা থেকে অমিত শাহ বলেন, ‘‘আনন্দপুরের আগুন কোনও দুর্ঘটনা না। ২৫ জনের মৃত্যু হয়েছে। মোমো কোম্পানির মালিক কার ঘনিষ্ঠ, কার সঙ্গে বিদেশ সফরে যায়, সেটা সকলের জানা। এখনও মোমো কোম্পানির মালিকের গ্রেফতারি কেন হল না। ২৫ জন মারা গেলো ২৭ জনের খোঁজ পাওয়া যায়নি। লজ্জা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের।’’

advertisement

আরও পড়ুন: লাফিয়ে বাড়ছে সংখ্যা…! আনন্দপুরে ছাইয়ের মধ্যে মিলল আরও ২ জনের দেহাংশ, এই নিয়ে মোট ২৭!

অমিত শাহের দাবি, ‘‘এই ঘটনার জন্য যাঁরা দায়ী তাঁদের জেলে ভরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য গেছিলেন দেখা করতে মৃতের পরিবারের সঙ্গে, কিন্তু পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। ৩২ ঘণ্টা পর সেখানে যাচ্ছে মন্ত্রী৷’’

advertisement

শাহ প্রশ্ন তোলেন, ‘‘জলাজমিতে তৈরি হয়েছে গোডাউন। কেনও দরজা বন্ধ ছিল। ভিতরে লোক জ্বলে মারা গেল কিন্তু কেউ শুনল না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি ঢাকা দেওয়ার, লুকনোর চেষ্টা করলে করুন, কিন্তু এপ্রিলের পরে দোষীদের প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি হবে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করবে।’’

আরও পড়ুন: একদিকে মতুয়া, অন্যদিকে উত্তরবঙ্গ! এক দিনে দুই ‘ঘাঁটি’ ছুঁয়ে যাচ্ছেন অমিত শাহ, ভোটের আগে অমিত-বার্তায় নজর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাবার কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম, টোটো চালিয়ে ভবিষ্যৎ গড়ছে পুরুলিয়ার আদিবাসী কন্যা
আরও দেখুন

প্রসঙ্গত, আনন্দপুর থেকে আরও চার দেহাংশ শনিবার ময়না তদন্তে পাঠিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই নিয়ে মোট ২৫টি দেহাংশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। আরও দুই দেহাংশ আজ শনিবার ভোরে উদ্ধার হয়েছে। তবে সেই দুটি দেহাংশ এখনও ময়না তদন্তে পাঠানো হয়নি। নরেন্দ্রপুর থানায় আনন্দপুরের অগ্নিকাণ্ডে ২৭ জনের নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। এদিকে আজ শনিবার পর্যন্ত মোট ২৭ জনের দেহাংশ উদ্ধার করা হল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ থেকে। পুলিশ সূত্রে খবর, আজ উদ্ধারকার্য শেষ হবে বলে তারা মনে করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Amit Shah: ‘ভিতরে লোক জ্বলে মারা গেল...,’ সভার শুরুতেই আনন্দপুর কাণ্ড নিয়ে সরব অমিত শাহ! বললেন, ‘কেন গ্রেফতার হল না মোমো কোম্পানির মালিক?’
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল