কালচিনি ব্লকের ভুটান পাহাড়ের সীমান্ত ঘেঁষা গ্রাম এটি। এই গ্রামে একটি চা বাগান রয়েছে। তবে সরকারি স্বাস্থ্য কেন্দ্র, স্কুল কোনও কিছুই নেই। গ্রামটিকে কালচিনি ও আলিপুরদুয়ার শহর থেকে আলাদা করে রেখেছে পানা ও বাসরা নদী। বছরের অন্যান্য সময় যেমন তেমন। বর্ষার সময় কোনও যাতায়াত হয় না এই এলাকায়। পানা ও বাসরা দুটি ভুটান পাহাড়ের সৃষ্ট নদী। বর্ষাকালে জলে ভরে থাকে নদী দুটি। দেখা যায় হড়পা বান। এই এলাকার বাসিন্দাদের যে কোনও কাজ করতে হলে ১৫ কিলোমিটার পথ পেরিয়ে কালচিনি আসতে হয়। সব থেকে বেশি সমস্যা হচ্ছিল এলাকায় কোনও স্বাস্থ্য কেন্দ্র না থাকায়।
advertisement
লতাবাড়ি হাসপাতালে রোগী নিয়ে আসতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন। এলাকায় সেতু নেই, অন্যান্য সুবিধা নেই। কিন্তু স্বাস্থ্য কেন্দ্র হোক চাইছিলেন এলাকাবাসীরা। অবশেষে তাঁদের সেই দাবি পূরণ হল। এলাকায় স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ শুরু হল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, “ভুটান সীমান্তের এই এলাকায় আরও উন্নয়ন প্রয়োজন। স্বাস্থ্য কেন্দ্র চালু হয়ে গেলে এলাকার গর্ভবতী মহিলাদের সবচেয়ে বেশি সুবিধা হবে।”





