TRENDING:

বাসন্তী হাইওয়েতে মাটি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে বাইক থেকে ছিটকে পড়লেন দু'জন! মৃত ১

Last Updated:

বাসন্তী হাইওয়ের ঘুসিঘাটা বাজারে মাটি বোঝাই ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের, গুরুতর আহত আরও এক আরোহী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিনাখাঁ, জিয়াউল আলম: বাসন্তী হাইওয়েতে ফের মাটি বোঝাই ডাম্পারের দাপটে প্রাণ গেল এক বাইকচালকের। ঘুসিঘাটা বাজার এলাকায় ভয়াবহ এই পথ দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবাধে ডাম্পার চলাচল এবং পুলিশের নজরদারি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী হাইওয়ের ঘুসিঘাটা বাজার সংলগ্ন এলাকায় একটি বাইক নিয়ে যাচ্ছিলেন দুই যুবক। সেই সময় পিছন দিক থেকে আসা মাটি ভর্তি একটি ডাম্পার সজোরে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দু’জন।

‘যাত্রীদের পছন্দের স্বাধীনতা থাকতে হবে’! বন্দে ভারত স্লিপারের নিরামিষ মেনু ঘিরে তৃণমূল–বিজেপি তরজা

advertisement

সোনার দামের নেপথ্যেও তাঁরই ‘খেল’? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বর্ণ মূল্যে ৭০ শতাংশ লাফ! থামবে নাকি আরও বাড়বে?

দুর্ঘটনায় বাইক চালক ব্রত মণ্ডল ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর আরোহী মনতাজুল মোল্লা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লাউগাছি বিট হাউসের পুলিশ। পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advertisement

এই দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুলিশের চোখের সামনেই বাসন্তী হাইওয়েতে অবাধে মাটি বোঝাই ডাম্পার চলাচল করছে। নিয়ন্ত্রণহীন গতিতেই এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বলে দাবি তাঁদের।

সেরা ভিডিও

আরও দেখুন
আদ্রায় মদনবাবুর তবলার পাঠশালা! প্রবীণ বয়সেও কচিকাঁচাদের হাতে ধরে শেখাচ্ছেন তাল-লয়-রাগ
আরও দেখুন

স্থানীয়দের আরও অভিযোগ, হাড়োয়া থানার এলাকায় অবৈধ ভাবে চলাচলকারী মাটি বোঝাই ডাম্পারের দাপট বেড়েই চলেছে, যার ফলেই এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বাসন্তী হাইওয়েতে মাটি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্যে বাইক থেকে ছিটকে পড়লেন দু'জন! মৃত ১
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল