অভিষেকের হুঁশিয়ারি, ‘‘বহরমপুরে তৃণমূলের জেতা সময়ের অপেক্ষা। বিজেপির এজেন্ট অধীর চৌধুরীকে আপনারা হারিয়েছেন। আজ এখানে আসার আগে আমি বেলডাঙাতে অশান্তির খবর পেয়েছি। আমাকে আজ কর্মসূচি বাতিল করতে বলেছিল। আমি করিনি। একজন বিজেপির প্রার্থী ছিল। তার আসল রুপ খুব তাড়াতাড়ি সামনে আসবে। আপনারা শান্তি বজায় রাখুন। বিজেপি-কে অক্সিজেন দেবেন না।’’
advertisement
নাম না করে অভিষেকের মন্তব্য, ‘‘বাংলায় নতুন এক গদ্দার তৈরি হয়েছে। বিজেপির বাবুদের ইন্ধন আর মদতেই বেলডাঙায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।’’
এদিনও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, ‘‘ নদী ভাঙনে কোনও সাহায্য করে না কেন্দ্র।’’ এসআইআর প্রসঙ্গে অভিষেকের হঁশিয়ারি, ‘‘এই ইস্যু ছাড়ব না। খেলা তুমি শুরু করেছো। আমরা শেষ করব।’’
আরও পড়ুন: বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, লখনউ ছুঁয়ে দিল্লি! হাওড়া পেল দিল্লি যাওয়ার দারুণ ট্রেন
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে কর্মরত তরুণের রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত বেলডাঙা৷ গত শুক্রবার তরুণের দেহ তাঁর বাড়িতে পৌঁছনোর পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়৷ বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়ক, ব্যাহত হয় রেল পরিষেবা৷ শনিবারও পরিস্থিতি অশান্ত৷
ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন বেলডাঙার ওই যুবক৷ একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন৷ তাঁর ঘরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের আগে শেষ বার তাঁর কথা হয়েছিল তাঁর মায়ের সঙ্গে৷ সেখানে তিনি নাকি, ভয় এবং আশঙ্কার কথা জানিয়েছিলেন তাঁর মা’কে৷
ঘটনার পরেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তরুণের মৃত্যুর তদন্ত করার দাবি জানিয়েছিলেন অভিষেক৷
