TRENDING:

Abhishek Banerjee: ‘বিজেপির এজেন্ট’, অধীর গড়ে দাঁড়িয়ে অভিষেকের জোরাল আক্রমণ! বললেন, ‘একজন বিজেপির প্রার্থী ছিল...’

Last Updated:

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে কর্মরত তরুণের রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত বেলডাঙা৷ গত শুক্রবার তরুণের দেহ তাঁর বাড়িতে পৌঁছনোর পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়৷ বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়ক, ব্যাহত হয় রেল পরিষেবা৷ শনিবারও পরিস্থিতি অশান্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: ঝাড়খণ্ডে বসবাসকারী বেলডাঙার বাসিন্দার রহস্যমৃত্যু ঘিরে বর্তমানে উত্তাল মুর্শিদাবাদের বেলডাঙা৷ তার মাঝেই শনিবার বহরমপুরে রোড শো করে সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং নাম না করে তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত এক বিধায়ককে নিশানা করেন তৃণমূল সাংসদ৷
News18
News18
advertisement

অভিষেকের হুঁশিয়ারি, ‘‘বহরমপুরে তৃণমূলের জেতা সময়ের অপেক্ষা। বিজেপির এজেন্ট অধীর চৌধুরীকে আপনারা হারিয়েছেন। আজ এখানে আসার আগে আমি বেলডাঙাতে অশান্তির খবর পেয়েছি। আমাকে আজ কর্মসূচি বাতিল করতে বলেছিল। আমি করিনি। একজন বিজেপির প্রার্থী ছিল। তার আসল রুপ খুব তাড়াতাড়ি সামনে আসবে। আপনারা শান্তি বজায় রাখুন। বিজেপি-কে অক্সিজেন দেবেন না।’’

আরও পড়ুন: ‘রাস্তায় সুন্দরী মেয়ে দেখলেই পুরুষের…,’ ধ*র্ষণের কারণ ব্যাখ্যায় কংগ্রেস MLA-র বেফাঁস মন্তব্য, তুঙ্গে বিতর্ক

advertisement

নাম না করে অভিষেকের মন্তব্য, ‘‘বাংলায় নতুন এক গদ্দার তৈরি হয়েছে। বিজেপির বাবুদের ইন্ধন আর মদতেই বেলডাঙায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।’’

এদিনও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, ‘‘ নদী ভাঙনে কোনও সাহায্য করে না কেন্দ্র।’’ এসআইআর প্রসঙ্গে অভিষেকের হঁশিয়ারি, ‘‘এই ইস্যু ছাড়ব না। খেলা তুমি শুরু করেছো। আমরা শেষ করব।’’

advertisement

আরও পড়ুন: বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, লখনউ ছুঁয়ে দিল্লি! হাওড়া পেল দিল্লি যাওয়ার দারুণ ট্রেন

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে কর্মরত তরুণের রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত বেলডাঙা৷ গত শুক্রবার তরুণের দেহ তাঁর বাড়িতে পৌঁছনোর পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়৷ বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়ক, ব্যাহত হয় রেল পরিষেবা৷ শনিবারও পরিস্থিতি অশান্ত৷

advertisement

ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন বেলডাঙার ওই যুবক৷ একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন৷ তাঁর ঘরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের আগে শেষ বার তাঁর কথা হয়েছিল তাঁর মায়ের সঙ্গে৷ সেখানে তিনি নাকি, ভয় এবং আশঙ্কার কথা জানিয়েছিলেন তাঁর মা’কে৷

সেরা ভিডিও

আরও দেখুন
জেলা পেল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলার পরিকাঠামো, হবে ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতি!
আরও দেখুন

ঘটনার পরেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তরুণের মৃত্যুর তদন্ত করার দাবি জানিয়েছিলেন অভিষেক৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Abhishek Banerjee: ‘বিজেপির এজেন্ট’, অধীর গড়ে দাঁড়িয়ে অভিষেকের জোরাল আক্রমণ! বললেন, ‘একজন বিজেপির প্রার্থী ছিল...’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল