এসআইআর প্রসঙ্গে শুরু থেকেই আক্রমণাত্মক শাসক শিবির। অভিষেকের দাবি, ‘বাংলার মানুষের মৌলিক অধিকার SIR-এর মধ্যে দিয়ে কেটে নিতে চায় বিজেপি। যে দল নদিয়াতে অবৈধভাবে দলীয় অফিস চালায়। অন্যের বাড়িতে, তারা আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে? তাদের নাগরিকত্বর প্রমাণ দিতে হবে?’
আরও পড়ুন: এবার হাওয়া বদল! ঠান্ডা শুধুই অতিথি, কুয়াশা বাড়বে জেলায় জেলায়! আবহাওয়ার বড় আপডেট
advertisement
সিঙ্গুরে এদিনই প্রধানমন্ত্রী বলেছেন, ‘পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার।’ অভিষেক এই স্লোগানের পাল্টা বলেন, ‘বাংলার মানুষ পাল্টায়নি। আপনি শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। পাল্টাবেন আপনারা, বাংলার মানুষ পাল্টাবে না। মাথা নীচু করবে না বাংলা দিল্লির জল্লাদের কাছে। দিল্লির বহিরাগতরা পাল্টাবেন। বাংলার মানুষ পাল্টাবেন না। পরিবর্তন বিজেপি নেতাদের হবে। এমন পরিবর্তন হবে যে ২০২৬ এর পর প্রধানমন্ত্রী বাংলায় এসে জয় বাংলা বলবেন। কথা দিচ্ছি।’
আরও পড়ুন: বাংলাদেশে নতুন সরকার এলে ভারতের সবচেয়ে বড় চিন্তা কী হবে? ভয়ঙ্কর পূর্বাভাস হাসিনা আমলের বিদেশমন্ত্রীর
অভিষেক আরও বলেন, ‘মেয়ের কাছে থাকবে বাংলা। পারলে মোদিবাবু এবার দিল্লি সামলাক। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পাল্টানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। ১৯০৫ সালে ব্রিটিশরা পারেনি। আপনারা বাংলাকে বানাবেন? আমায় কত ইডি, সিবিআই দিয়ে হেনস্থা করেছেন। সব এজেন্সি লাগিয়ে ভোটে হেরেছে।’
আবীর ঘোষাল
