India Bangladesh Relation: বাংলাদেশে নতুন সরকার এলে ভারতের সবচেয়ে বড় চিন্তা কী হবে? ভয়ঙ্কর পূর্বাভাস হাসিনা আমলের বিদেশমন্ত্রীর
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
India Bangladesh Relation: উত্তর-পূর্ব ভারত এবং চিকেনস নেক নিয়ে আপাত বিচ্ছিন্ন মন্তব্য হয়ে উঠতে পারে সরকারি নীতিও। দিল্লিতে এমনই ইঙ্গিত দিলেন বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ।
নয়াদিল্লি: বাংলাদেশের নির্বাচন পরবর্তী সরকার বিপদ বাড়াবে ভারতের। উত্তর-পূর্ব ভারত এবং চিকেনস নেক নিয়ে আপাত বিচ্ছিন্ন মন্তব্য হয়ে উঠতে পারে সরকারি নীতিও। দিল্লিতে এমনই ইঙ্গিত দিলেন বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ।
যদিও বাংলাদেশে এই মুহুর্তের ভারত বিরোধী সেন্টিমেন্টকে দেশের জনমত বলে মানতে নারাজ বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা শীর্ষ আওয়ামী লীগ নেতা ডক্টর হাছান মামুদ।
আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারের স্টপেজ পেল জলপাইগুড়ি, কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন? যাত্রীরা জানুন
বাংলাদেশের মাটি থেকে ভারতের উত্তর-পূর্ব এবং চিকেন নেক নিয়ে যে ধরনের মন্তব্য আসছে, সেই মন্তব্য কি নিছক বিচ্ছিন্ন ব্যক্তির, না কি সরকারের ঘোষিত নীতি? আসন্ন নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন হলে এই ভারত বিরোধী নীতি নেওয়ার আশঙ্কা কতটা থাকবে? এই প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ জানান, গড়াপেটা নির্বাচনের মধ্যে দিয়ে যদি কোনও সরকার আসে সেই সরকারের উপর ভরসা রাখা যায় না।
advertisement
advertisement
তবে ভারতের উত্তর-পূর্ব এবং চিকেনস নেক নিয়ে যে ধরনের হুমকি আসছে তার মোকাবিলা কীভাবে করতে হবে তা ভারত যথেষ্ট ভালভাবে জানে বলে জানালেন বাংলাদেশের বরখাস্ত হওয়া বিদেশমন্ত্রী।
আরও পড়ুন: ‘বাবার অনেক ধার স্যার…’, অক্ষয়ের পা জড়িয়ে যুবতীর কাতর আর্জি! তারপর? দেখুন ভাইরাল ভিডিও
বাংলাদেশের হিংসা নিয়ে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনারের অফিসের রিপোর্টের তীব্র বিরোধিতা করে শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শীর্ষ আওয়ামী লীগ নেতারা। তাঁদের অভিযোগ, এই রিপোর্ট পক্ষপাত দুষ্ট।
advertisement
আওয়ামী লীগ নেতাদের মতামত নেওয়া হয়নি। প্রাক্তন মন্ত্রীদের বক্তব্যকে জায়গা দেওয়া হয়নি। ইউনূস সরকারের আধিকারিকরা এই রিপোর্ট তৈরি করেছে । সেই রিপোর্ট রাষ্ট্র সংঘ প্রকাশ করেছে। এ বিষয়ে তারা রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের অফিসে প্রতিবাদ চিঠি জমা দেবেন বলে জানান।
মৈত্রেয়ী ভট্টাচার্য
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 1:11 PM IST








