ফের কর্মসূচি নিয়ে নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক। তাঁর রণসংকল্প সভার মাঝেই নন্দীগ্রামে জনসংযোগ কর্মসূচিতে অভিষেক। নন্দীগ্রাম ১ ও ২ ব্লকে স্বাস্থ্য শিবিরে যাবেন তিনি। বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের দিয়ে হবে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন। দুই ক্যাম্প দুপুরে ঘুরে দেখবেন অভিষেক। কথা বলবেন ক্যাম্পে আসা ব্যক্তিদের সাথে। প্রসঙ্গত, তাঁর নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারে একটি মেগা স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি চালাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
advertisement
সেই ধাঁচেই এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন। গত ৫ জানুয়ারি থেকে নন্দীগ্রামের দু’টি ব্লকে দুই দূতকে পাঠিয়ে দিয়েছেন অভিষেক। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দায়িত্বে রয়েছেন দলের মুখপাত্র ঋজু দত্ত। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের দায়িত্বে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। নন্দীগ্রামেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী জেতেন এই আসনে। যদিও সেই জয় নিয়ে বারবার কটাক্ষ করেছে শাসক দল। যদিও পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ আসনে ভাল ফল করে তৃণমূল। লোকসভায় অবশ্য ভাল ফল হয় বিজেপির। যে কারণে নন্দীগ্রাম এখনও তৃণমূলের কাছে ‘ক্ষত’ হয়ে আছে। এই অবস্থায় বিধানসভা ভোটের আগে চ্যালেঞ্জিং নন্দীগ্রামে জনসংযোগের জন্য বিশেষ কৌশল নিল জোড়া ফুল শিবির।
আরও পড়ুন– প্রথম ছবিই তুমুল হিট হয়েছিল, ৩ বছরে মাত্র ২টো ছবি ! ৯ বছর পর ফিরছেন এই তামিল পরিচালক
রাজনৈতিক মহলের মতে, অভ্যন্তরীণ দ্বন্দ্বে বারবার সমস্যায় পড়তে হয়েছে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে। যেই কারণে ব্লক স্তরেও সাংগঠনিক কাজ দেখাশোনায় গড়ে দেওয়া আছে কোর কমিটি। এবার স্বাস্থ্য শিবিরের মাধ্যমে জনসংযোগ বজায় রেখে নন্দীগ্রামের মানুষের কাছে পৌঁছতে চায় তৃণমূল কংগ্রেস। গতকাল, বুধবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল, তাদের নেতাদের মারধর করা হয়েছে এই কর্মসূচির প্রচারে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
