চোখের চিকিৎসার জন্য দক্ষিণ ভারত ছুটতে হবে না। জেলার মানুষকে ছুটতে হবে না কলকাতাতে। হাতের কাছেই শিল্পাঞ্চল দুর্গাপুরে পাওয়া যাবে বিশ্বমানের চক্ষু চিকিৎসা পরিষেবা। সৌজন্যে একটি বেসরকারি হাসপাতাল সংস্থা।
দুর্গাপুর: এবার বিশ্বমানের চক্ষু চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে দুর্গাপুর শিল্পাঞ্চলে। এখন থেকে আর চোখের চিকিৎসার জন্য দক্ষিণ ভারত ছুটতে হবে না। জেলার মানুষকে ছুটতে হবে না কলকাতাতে। হাতের কাছেই শিল্পাঞ্চল দুর্গাপুরে পাওয়া যাবে বিশ্বমানের চক্ষু চিকিৎসা পরিষেবা। সৌজন্যে একটি বেসরকারি হাসপাতাল সংস্থা। সম্প্রতি দুর্গাপুরে একটি নতুন আই হসপিটাল এর উদ্বোধন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখানে বিশ্ব মানের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। চোখের জটিল রোগ সারিয়ে তুলতে দিশা দেখাবে এই হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, সেগুলি অনেক বেশি দামি এবং অত্যাধুনিক। আগামী দিনে আমেরিকার মতো উন্নত দেশ এই সমস্ত মেশিনগুলো ব্যবহার করবে চিকিৎসা পরিষেবার জন্য। যা এখন থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বসেই পাওয়া যাবে। শুধু জেলার মানুষ নয়, রাজ্য এবং দেশের মানুষকে চিকিৎসার পরিসেবা দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে এই চক্ষু হাসপাতালটি। বিরল সমস্ত চোখের চিকিৎসার জন্য অন্যতম পরিষেবা দেবে এই হাসপাতালটি। দক্ষিণ ভারতের নামকরা চক্ষু হাসপাতালগুলির থেকেও এই হাসপাতলে ভালো এবং উন্নত পরিষেবা পাওয়া যাবে বলে দাবি করেছেন হাসপাতালে কর্ণধার সত্যজিৎ বোস। পাশাপাশি এই হাসপাতলে বাছাই করা বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের নিয়োগ করা হয়েছে। বিভিন্ন রকম জটিল চোখের অস্ত্রোপচার হবে এই হাসপাতালে। উল্লেখ্য, দুর্গাপুর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের চিকিৎসার অন্যতম কেন্দ্র। রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে দুর্গাপুর।দুর্গাপুরে নামকরা বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, যেগুলি সুপার স্পেশালিটি মানের। তার মধ্যেই সুপার স্পেশালিটি মানের নতুন চক্ষু হাসপাতাল স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলাকে আরও এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।