যতটা সম্ভব নিখুঁতভাবে দেবীর রূপদান করেছে স্কুল পড়ুয়া ওই নবম শ্রেণীর ছাত্র। যে মূর্তি পুজোর সময় সাড়া ফেলে দিয়েছে এলাকায়। কাগজের তৈরি দুর্গা মূর্তির শিল্পী নাম রূপম মুখোপাধ্যায়। রূপম দুর্গাপুরের একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে দুর্গাপুরের ফরিদপুর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সাদা খাতা জমা দিয়ে রাজ্যের স্কুলে চাকরি পেয়েছেন ৮১৬৩ জন, সিবিআইয়ের রিপোর্টে চাঞ্চল্য
advertisement
ছোট থেকেই ঠাকুরের মূর্তি তৈরি করার ওপর নেশা রয়েছে তার। ছোট থেকেই সে মাটি ব্যবহার মূর্তি তৈরি করত বলে জানা গিয়েছে তার পরিবারের সঙ্গে কথা বলে। তবে সেই মাটির তৈরি মূর্তি বিসর্জন দিতে হয়। সেজন্যই একটু অন্যরকম চিন্তাভাবনা করেছিল রূপম। আর তারপরেই এই কাগজের দুর্গা মূর্তি তৈরি করে ফেলেছে নবম শ্রেণীর ছাত্র। মাত্র ৫০ টাকা খরচ করে এবং দশ দিন সময় ব্যয় করে এই কাগজের দুর্গা মূর্তি তৈরি করেছে রূপম।
আরও পড়ুন: রাজ্যজুড়ে তৃণমূলের টার্গেট ৫০০! বিজয়া সম্মিলনী সভাতেই পঞ্চায়েত ভোটের মহড়া
রূপমের হাতে তৈরি এই কাগজের দুর্গা মূর্তি ইতিমধ্যে স্থানীয় এলাকায় সাড়া ফেলে দিয়েছে। স্থানীয় অনেকেই আসছেন রুপমের বাড়িতে এই মূর্তিটি দেখতে। রুপমের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন তারা। অন্যদিকে রূপম জানিয়েছে, মূর্তি তৈরি নিয়ে আগামী দিনে তার বড় পরিকল্পনা রয়েছে। সে আগামী দিনে আরও বড় কাগজের মূর্তি তৈরি করতে চায়। যে মূর্তি আগামী দিনে কোনও না কোনও মণ্ডপে স্থান পেতে পারে। ছেলের এই কর্মকাণ্ডে খুশি তার অভিভাবকরাও।
নয়ন ঘোষ





