TRENDING:

West Bardhaman News: জাতীয় সড়কের আন্ডারপাস যেন মরণফাঁদ! দ্রুত মেরামতি না হলেই সর্বনাশের আশঙ্কা

Last Updated:

জাতীয় সড়কের দুই পাশের সার্ভিস রোডের ওপরে দেখা দিয়েছে বড় বড় গর্ত। অন্যদিকে গত দু'দিনে ভারী বৃষ্টির ফলে ওই গর্তে জল জমেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: দীর্ঘদিন ধরে বেহাল কাঁকসার মাস্টার পাড়া সংলগ আন্ডার পাশ। ওই রাস্তাটি মাস্টার পাড়া থেকে কাঁকসার হাসপাতাল মোড় পর্যন্ত জাতীয় সড়কের সার্ভিস রোড। আর জাতীয় সড়কের দুই পাশের সার্ভিস রোডের ওপরে দেখা দিয়েছে বড় বড় গর্ত। অন্যদিকে গত দু’দিনে ভারী বৃষ্টির ফলে ওই গর্তে জল জমেছে। ফলে কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি।
জাতীয় সড়কের আন্ডারপাস যেন মরণফাঁদ! দ্রুত মেরামতি না হলেই সর্বনাশের আশঙ্কা প্রবল
জাতীয় সড়কের আন্ডারপাস যেন মরণফাঁদ! দ্রুত মেরামতি না হলেই সর্বনাশের আশঙ্কা প্রবল
advertisement

এদিন সকাল থেকে, রাস্তায় সৃষ্টি হওয়া গর্তের জমা জলে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য জানিয়েছেন, ওই রাস্তা দেখাশোনা ও মেরামতের দায়িত্ব কেন্দ্র সরকারের অধীনস্থ জাতীয় সড়ক কর্তৃপক্ষের।

তার অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাধারণ মানুষের অসুবিধা ও দুর্ভোগের বিষয় নিয়ে কোনও নজর নেই। তবুও এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাবে বলে দাবি করেছেন তিনি। বলেছেন, যাতে দ্রুত রাস্তা মেরামত করা যায়, সেই বিষয়ে আবেদন করবেন।

advertisement

অন্যদিকে বিজেপির কাঁকসা দু নম্বর মন্ডলের সভাপতি পরিতোষ বিশ্বাসের দাবি, রাস্তা খারাপ হলেও তা মেরামত করা হয়। কিন্তু রাস্তা বার বার বেহাল হওয়ার জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, ওভারলোডিং যানবাহন চলাচলের জন্যই বারবার রাস্তা বেহাল হচ্ছে।

আরও পড়ুন:  দুর্গাপুরের মাটিতে ঘুরছে চন্দ্রযানের রোভার, যুবকের কীর্তি দেখে অবাক নেটমাধ্যম

advertisement

পাশাপাশি তাঁর আবেদন, এই বিষয়ে রাজ্য সরকার একটু নজর দিলে বারবার রাস্তা বেহাল হবে না। কারণ, বেহাল রাস্তার জন্য সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানাবেন, যাতে করে ওই রাস্তা দ্রুত মেরামতের কাজ শুরু করা যায়।

এলাকার মানুষজনও তাই চাইছেন। কারণ ওই রাস্তা দিয়ে তাদের প্রতিদিন যাতায়াত করতে হয়। ফলে রাস্তায় বের হলে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। থাকছে বিপদের আশঙ্কা। তাই যত দ্রুত সম্ভব, ওই রাস্তাটি মেরামত করা হোক, এমনই আবেদন জানাচ্ছেন এলাকার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: জাতীয় সড়কের আন্ডারপাস যেন মরণফাঁদ! দ্রুত মেরামতি না হলেই সর্বনাশের আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল