উদ্যোক্তারা জানিয়েছেন, টুর্নামেন্টের প্রথম দিনে বিভিন্ন টিম নিয়ে কোয়ালিফাইং ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করবে দুর্গাপুরের চারটি টিম। পাশাপাশি আশপাশের জায়গা থেকে আরও ১২ টি টিম এ খেলায় যোগদান করবে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কোয়ালিফাইং ম্যাচের বিজয়ীদের মধ্যে। তারপরে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যাসাগর কাপ ২০২২ এর পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ী টিম এবং রানার্সআপ টিমকে। ভাল পুরস্কার মূল্য থাকবে দুই টিমের জন্য।
advertisement
সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে দু'দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বিদ্যাসাগর ক্লাব। বিদ্যাসাগর কাপের আয়োজন করা হয়েছে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে। খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে যাতে স্বাস্থ্যবিধি বজায় থাকে, তার জন্য উদ্যোক্তারা সবরকম চেষ্টা চালাচ্ছেন। যে কারণে সন্ধ্যের দিকে খেলার ম্যাচ গুলির আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। তাছাড়াও সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সে দিক থেকেও সরকারি নির্দেশিকা মেনে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন বা অনুষ্ঠানের সময় কোন রকম মাইকিং এর ব্যবস্থা রাখা হয়নি। যাতে করে কোনওভাবে শব্দদূষণ না হয় বা পড়ুয়াদের ক্ষেত্রে কোনও সমস্যা তৈরি না হয়, সে কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উদ্যোক্তারা এই টুর্নামেন্ট সফল করতে উদ্যোগী হয়েছেন। পাশাপাশি তাঁরা আশা করছেন, রাজ্যের অন্যান্য জেলা থেকে আরও টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
Nayan Ghosh