আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এ প্রসঙ্গে বল ঠেলেছেন রাজ্যের দিকে। তবে তিনিও মেনে নিয়েছেন, সত্যিই বিপদে রয়েছেন রানীগঞ্জ। কিন্তু রানীগঞ্জবাসী কি বলছেন? সত্যি কতটা বিপদের মধ্যে রয়েছেন তারা? বর্তমানে রানীগঞ্জের ধস কবলিত এলাকাগুলির সেই ছবি দেখলে ভয় ধরবে আপনার মনেও।
আরও পড়ুনঃ লাভই লাভ! বিকল্প আয়ের সন্ধানে মুক্তো চাষ, কম বিনিয়োগে বিরাট আয়
advertisement
রানীগঞ্জ এলাকায় গিয়ে দেখা গিয়েছে, বিভিন্ন ধস কবলিতে এলাকাগুলি থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। দেখা গিয়েছে ধসের জেরে সৃষ্টি হয়েছে গভীর সুরঙ্গ। এলাকার বহু মানুষের বাড়িতে দেখা গিয়েছে ভয়াবহ ফাটল। যেগুলি থেকে বিপদের আশঙ্কা হওয়া একেবারেই অস্বাভাবিক নয়। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে আরও ভয় ধরেছে এলাকাবাসীর মনে।
এলাকাবাসী দাবি তুলছেন, যত দ্রুত সম্ভব তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কারণ এতদিন বারবার পুনর্বাসনের আশ্বাস মিলেছে। ইসিএল কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফ থেকে পরিদর্শন হয়েছে। কিন্তু বাস্তবায়ন হয়নি কিছুই। এখনও পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি এলাকার মানুষের জন্য। রীতিমতো প্রাণ হাতে নিয়ে ফাটল ধরা বাড়িতে বসবাস করতে হয় এলাকার মানুষজনকে। তাই যোশীমঠের মতো বিপদে যাতে তাদের পড়তে না হয়, সেজন্য আগেভাগেই সতর্ক হতে চাইছেন এলাকার মানুষ। তারা বলছেন, প্রশাসন এ বার উদ্যোগ নিক। তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।
Nayan Ghosh