গত কয়েকদিন আগে প্রশাসনের সঙ্গে বৈঠকের পরেই মেলা বসানোর সিদ্ধান্ত হয়। জানা গিয়েছে, শুধু মাত্র কাঁকসা বা পানাগড় বাজারের মানুষ নয়, এই মেলা দেখতে সারা পশ্চিমবঙ্গের মানুষ সহ আশেপাশের রাজ্যের মানুষও ভিড় জমান। জানা যায়, সৈয়দ পাহাড়ি শাহ এই দানবাবা মাজারে থাকতেন। বহু মানুষের তিনি উপকার করতেন। তিনি যখন দেহ রাখেন তখন দানবাবার মাজারেই তাকে সমাধি করা হয়।যেহেতু তিনি মানুষকে দান করতেন, তাই তিনি দানবাবা বলেই পরিচিত ছিলেন সকলের কাছে। বহু অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে এই দানবাবা মেলার সঙ্গে। যার জন্য লক্ষ লক্ষ মানুষ আস্থা আর বিশ্বাসের উপর ভর করে এই মেলায় ভিড় করেন। দানবাবার কাছে মানসিক করতে ও পুজো দিতে ভিড় জমান প্রতি বছর।
advertisement
Location :
First Published :
Mar 10, 2022 8:32 PM IST