অগ্নিকাণ্ডের জেরে নষ্ট হয়ে গেল তিন হাজারের বেশি আম, কাঁঠাল, ইউক্যালিপটাস সহ বিভিন্ন রকমের গাছ। দমকল কর্মীরা খবর পেয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করলেও, প্রচুর পরিমাণ গাছ ইতিমধ্যেই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।
দুর্গাপুর: ব্যাপক ক্ষতির সম্মুখীন হল প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত। হঠাৎ লাগা আগুনে পুড়ে গেল কয়েক হাজার গাছ। অগ্নিকাণ্ডের জেরে নষ্ট হয়ে গেল তিন হাজারের বেশি আম, কাঁঠাল, ইউক্যালিপটাস সহ বিভিন্ন রকমের গাছ। দমকল কর্মীরা খবর পেয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করলেও, প্রচুর পরিমাণ গাছ ইতিমধ্যেই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে গ্রীষ্ম শুরু হওয়ার আগে এই ব্যাপক অগ্নিকাণ্ডের জেরে স্থানীয় পরিবেশের যে ব্যাপক ক্ষতি হল, তা বলাই বাহুল্য। এমনিতেই সবুজায়নের দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকায় সবুজের সংখ্যা আরো বেশি বৃদ্ধি করার কথা বলছেন পরিবেশবিদরা। সেই কথা মাথায় রেখেই লাউদোহার প্রতাপপুর পঞ্চায়েতের উদ্যোগে জামগড়া গ্রামে একটি বিশাল বাগান তৈরি করা হয়েছিল। ২০১৯ - ২০ অর্থবর্ষে প্রতাপপুর পঞ্চায়েতের উদ্যোগে জামগড়া গ্রামের ফাঁকা জায়গায় বাগানটি তৈরি করা হয়। আম, কাঁঠাল, ইউক্যালিপটাস সহ বিভিন্ন রকম বৃক্ষ রোপন করা হয় সেই জায়গায়। পঞ্চায়েত সুত্রে খবর, ওই বাগানে ৩৬৫০ এর বেশি গাছ ছিল। এই গত কয়েক বছরে গাছগুলি বেশ বড় হয়ে ছিল। কিন্তু হঠাৎ করেই অগ্নিসংযোগ হয় ওই বাগানে এবং সেই আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার গাছ নষ্ট হয়ে গিয়েছে। তবে কী কারণে এই আগুন লেগেছে, তা এখনো জানা পরিষ্কার হয়নি। কিন্তু ব্যাপক অগ্নিকাণ্ডের জেরে স্থানীয় এলাকা কালো ধোঁয়ায় ভরে উঠেছে। পাশাপাশি সবুজ রক্ষা করতে যে উদ্যোগ পঞ্চায়েতের তরফ থেকে নেওয়া হয়েছিল, তাও কার্যত বিফলে চলে গেল বলা যায়। কারণ প্রচুর পরিমাণ সবুজ ওই এলাকায় নষ্ট হয়েছে। দমকল কর্মীদের অনুমান, এই সময় আবহাওয়া পরিবর্তন হচ্ছে গরমের আগে হাওয়া শুরু হয়েছে। পাশাপশি পাতাঝরার মরশুমে কোনভাবে আগুন লেগেছে। সেই আগুন ছড়িয়ে এই বিপত্তি।