TRENDING:

Paschim Bardhaman: বিদ্যালয়ে মিট দ্য আইকনের আয়োজন

Last Updated:

পড়ুয়াদের ভবিষ্যতের সঠিক দিশা চিনিয়ে দিতে উদ্যোগী হয়েছেন দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কলিমুল হক। তার উদ্যোগে দুর্গাপুরের এই বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল মিট দ্যা আইকন নামের একটি অনুষ্ঠা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে অনেক পড়ুয়া ভবিষ্যতের জন্য কোন পথ বেছে নেবেন, তা ঠিক করতে পারেন না। অনেক সময় দিশা ঠিক করতে পারেন না অভিভাবকরাও। চোখে অনেক স্বপ্ন থাকলেও, স্বপ্নপূরণের সঠিক রাস্তা জানা থাকে না অনেকেরই। তাই পড়ুয়াদের সেই সঠিক দিশা চিনিয়ে দিতে উদ্যোগী হয়েছেন দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কলিমুল হক। তার উদ্যোগে দুর্গাপুরের এই বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল মিট দ্যা আইকন নামের একটি অনুষ্ঠানের। যেখানে হাজির হয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ডিসিপি অভিষেক গুপ্তা। ভবিষ্যতে পড়ুয়ারা কোন পথ বেছে নেবেন, তার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, এই সমস্ত বিষয়ে দিশা দেখাতে হাজির হয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই আধিকারিক। আইপিএস গুপ্তা বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে দীর্ঘক্ষন আলাপ-আলোচনা চালান। তাদের অনেক প্রশ্নের উত্তর দেন। তাদের কাছে জানতে চান কি কি সমস্যা রয়েছে। ভবিষ্যতে তারা কোন পথে এগিয়ে যেতে চান, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি ইউক্রেনে যে সমস্ত পড়ুয়ারা আটকে রয়েছেন, তারা যাতে সুস্থভাবে দ্রুত বাড়ি ফিরে আসেন, সেই কামনা করেন তিনি। উল্লেখ্য, এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কলিমুল হক জানিয়েছেন, পড়ুয়াদের সুবিধার্থে মিট দ্যা আইকন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে। পরবর্তী ধাপে একটি মোটিভেশনাল অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তাছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিষ্ঠিত আধিকারিকদের নিয়ে অনুষ্ঠান করা হবে। যাতে বিভিন্ন দিকে এগিয়ে যেতে চাওয়া পড়ুয়ারা, তার প্রস্তুতি নেওয়ার পথটা খুব সহজে খুঁজে পান এবং আগামী দিনে জীবনের বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেন। প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পড়ুয়া, অভিভাবককে, শিক্ষাবিদ সকলেই।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: বিদ্যালয়ে মিট দ্য আইকনের আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল