কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিয়েছেন তিনি? পদযাত্রী অতীন হালদার জানিয়েছেন, দীর্ঘ যাত্রা পথে তিনি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কাহিনী শোনাবেন।
পাশাপাশি তিনি জানিয়েছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে অনেকেই জানেন। যেখানে নির্বিচারে হত্যা করা হয়েছিল বহু স্বাধীনতা সংগ্রামীকে। কিন্তু এই ঘটনার ৫ বছর আগে বজবজে একই ঘটনা হয়েছিল। সেই ঘটনা সম্পর্কে ধারণা দেবেন তিনি।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
অতীন হালদার বজবজে নিজের বাড়ি থেকে রওনা দিয়েছেন গত ১১ ডিসেম্বর। তারপর তিনি কুলটি হয়ে বাংলার সীমান্ত ছাড়িয়ে ঢুকেছেন ঝাড়খণ্ডে। লক্ষ্য রেখেছেন আগামী মার্চ মাসের মধ্যে নিজের গন্তব্যে পৌঁছবেন। যদিও তাঁর থেকে বেশি বা কম সময় লাগবে কিনা, তা যাত্রাপথে বিভিন্ন চ্যালেঞ্জের ওপর নির্ভর করছে বলেই তিনি জানিয়েছেন।
অতীন হালদার জানিয়েছেন, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বজবজে বহু স্বাধীনতা সংগ্রামী শহিদ হয়েছেন। যার অনেকটা মিল রয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে।পরে স্থানীয় এক ইতিহাসবিদ এই নিয়ে বহু লেখালেখি করেন। তারপর বজবজের শহিদ জন্য স্বীকৃতি আদায় করতে সক্ষম হন তিনি। তাই জালিয়ানওয়ালাবাগের সঙ্গে বজবজকে একসূত্রে বেঁধে তিনি শ্রদ্ধা জানাবেন শহিদদের।
Nayan Ghosh