TRENDING:

Old-age Home: কেউ ছিলেন ভবঘুরে, কারোর নেই পরিবার-পরিজন; ১৯ টি আশ্রয়হীন বৃদ্ধ বৃদ্ধার একমাত্র ভরসা সুভাষ মহাজন

Last Updated:

আবাসিকদের থাকা, খাওয়া থেকে শুরু করে বিনোদন, সব কিছুর ব্যবস্থা করেছেন তিনি সম্পূর্ণ বিনামূল্যে। এমনই একটি বৃদ্ধাশ্রম চালিয়ে যাচ্ছেন সালানপুর ব্লকের সুভাষ মহাজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: তিনি একাই আপাতত ভরসা ১৯ জন একাকী প্রবীণ বৃদ্ধ-বৃদ্ধার। তাঁদের থাকা, খাওয়া থেকে শুরু করে বিনোদন, সব কিছুর ব্যবস্থা করেছেন তিনি। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এমনই একটি বৃদ্ধাশ্রম চালিয়ে যাচ্ছেন সালানপুর ব্লকের সুভাষ মহাজন। রূপনারায়ণপুর পুনর্বাসন সমিতির সদস্য হয়ে তিনি আশ্রয় দিয়েছেন বহু নিঃসঙ্গ আশ্রয়হীন মানুষকে। লকডাউনের সময় শুরু হয়েছিল পথ চলা। অতিমারি গেলেও সুভাষ বাবু এখনও বৃদ্ধাশ্রমটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। লক্ষ্য, আগামী দিনে আরও বেশি সংখ্যক একাকী মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
advertisement

শুধুমাত্র পশ্চিম বর্ধমান নয়, সুভাষ বাবুর চালানো বৃদ্ধাশ্রমে কলকাতা, হাওড়া, হুগলির বহু আবাসিক রয়েছেন। এই বৃদ্ধাশ্রমে থাকার জন্য তাঁদের কোন টাকা পয়সা দিতে হয় না। দিতে হয় না খাওয়ার জন্য টাকা-পয়সা। সবকিছুরই ব্যবস্থা আছে বিনামূল্যে। সাতসকালে খবরের কাগজ থেকে সন্ধ্যাবেলায় টিভির ধারাবাহিক দেখা, সব ব্যবস্থাই আছে এই বৃদ্ধাশ্রমে। এখানের সমস্ত আবাসিকদের সকাল, দুপুর, বিকেল, রাত - চারবার বিনামূল্যে খাবার দেওয়া হয়।

advertisement

বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে কেউ ছিলেন ভবঘুরে, কারোর আবার নিজে কাজ করে খাবার ক্ষমতা নেই, দেখার জন্য নেই পরিবার-পরিজন। আবার এমনও অনেকে আছেন, যাদের পরিবারের অবস্থা ভালো হওয়া সত্ত্বেও, তাঁরা একাকী। এই বৃদ্ধাশ্রমে জীবনযাপন করছেন এমন বহু মানুষ। তবে বৃদ্ধাশ্রমের আবাসিকরা বলেছেন, এখানে তারা নিজেদের মতো করে ভাল আছেন। তাদের কোনও অসুবিধা নেই। সকলেই একসঙ্গে মিলেমিশে আছেন।

advertisement

বৃদ্ধাশ্রমের উদ্যোক্তা সুভাষ মহাজন জানিয়েছেন, লকডাউনের সময় শুরু হয়েছিল এই বৃদ্ধাশ্রম। এখন তিনি নিজে উদ্যোগ নিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন বৃদ্ধাশ্রমটি। যদিও প্রতিষ্ঠানটি চালানোর জন্য সাহায্য পান অনেকের কাছ থেকেই। বিশেষ করে প্রয়োজনের সময় হাত বাড়িয়ে দেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, মুকুল উপাধ্যায় সহ অনেকেই। তবে আশ্রয়হীন, নিঃসঙ্গদের, আশ্রয় এবং সঙ্গ দিয়ে নজির গড়েছেন উদ্যোক্তা সুভাষ মহাজন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Old-age Home: কেউ ছিলেন ভবঘুরে, কারোর নেই পরিবার-পরিজন; ১৯ টি আশ্রয়হীন বৃদ্ধ বৃদ্ধার একমাত্র ভরসা সুভাষ মহাজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল