দীর্ঘ ৪০ বছর ধরে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। যদিও চলতি বছরে কিছুটা দেরিতে আয়োজিত হয়েছে এই প্রদর্শনী। অসময়ে বারবার বৃষ্টির কারণে এবছর প্রদর্শনীর আয়োজনে বিলম্ব হয়েছে বলে খবর।
দুর্গাপুর: দুর্গাপুরে আয়োজিত হয়েছে ফ্লাওয়ার এন্ড ভেজিটেবল কার্নিভাল। পিসিবিএল কারখানার আবাসনে ফ্লাওয়ার্স এন্ড ভেজিটেবিল কার্নিভাল আয়োজন করা হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। যদিও চলতি বছরে কিছুটা দেরিতে আয়োজিত হয়েছে এই প্রদর্শনী। অসময়ে বারবার বৃষ্টির কারণে এবছর প্রদর্শনীর আয়োজনে বিলম্ব হয়েছে বলে খবর। পুষ্প প্রদর্শনী নিয়ে পিসিবিএল কারখানার এক আদিকারিক জানিয়েছেন, তারা দীর্ঘ চল্লিশ বছর ধরে এই কার্নিভাল আয়োজন করে আসছেন। এর পিছনে বেশ কয়েকটি বার্তা দিতে চায় কারখানা কর্তৃপক্ষ। প্রথমত তারা এই কার্নিভাল এর মাধ্যমে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজিয়ে রাখার বার্তা দিতে চান। পাশাপাশি পরিবেশে সবুজের পরিমাণ বাড়াতে তাদের এই উদ্যোগ। অন্যদিকে অবসর সময় নষ্ট না করে এই বাগান পরিচর্যার মধ্য দিয়ে সময় কাটালে, তা যেমন দর্শনীয় হবে, ঠিক তেমনভাবেই পরিবেশের জন্য উপকারী হবে।মূলত এই দুটি বার্তা দিতে ফ্লাওয়ার এন্ড ভেজিটেবিল কার্নিভাল আয়োজন করা হয়েছে। এই কার্নিভালে বিভিন্ন শীতকালীন ফুলের সমাহার রয়েছে। ডালিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুলের দেখা পাওয়া যাবে এই প্রদর্শনীতে। তাছাড়া বিভিন্ন শীতকালীন সবজির দেখা পাওয়া যাবে। উল্লেখ্য এই কার্নিভালের মূল হোতা, পিসিবিএল কারখানার কর্মীদের স্ত্রীরা। যারা বাড়িতে অবসর সময় কাটানোর পাশাপাশি এই সমস্ত বাগান পরিচর্যা করেন। দীর্ঘ কয়েক মাস ধরে লাগাতার পরিশ্রম করে তাঁরা এই সুন্দর সাজানো-গোছানো পুষ্প প্রদর্শনীর আয়োজন করা করেন। এই প্রদর্শনীতে অংশ গ্রহণকারী বিজেতদের জন্য নগদ পুরস্কার এবং শংসাপত্র ব্যবস্থা করা হয়। এ বছরেও তার অন্যথা হয়নি। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, আবাসনের মানুষজন যে এই কার্নিভালে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, সেটাই কারখানা কর্তৃপক্ষের কাছে বড় প্রাপ্তি। তৃণমূল নেতা তথা দুর্গাপুর পশ্চিম এর প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়ে এই ফুলের ও সবজির প্রদর্শনী করেছে তা অভূতপূর্ব। তিনি ২০বছর আগে যা দেখেছিলেন তা আজকের দিনে পুরোপুরি আলাদা। প্রদর্শনীর জন্য শুধু কারখানার কর্মীরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরাও পরিশ্রম করেছেন।