আরও পড়ুন: চাষিদের মধ্যে অতি জনপ্রিয় স্বর্ণ ধান কীভাবে চাষ করবেন জেনে নিন
এই জোড়া উচ্ছেদ অভিযান ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে দুর্গাপুরে। এডিডিএ যে উচ্ছেদ অভিযান সিটি সেন্টার এলাকায় চালাচ্ছে সেখানে আছে একটি ক্লাব। সেটিও উন্নয়ন পর্ষদের জমির উপর অবস্থান করলেও তা এখনও পর্যন্ত ভাঙা হয়নি। যা নিয়ে দোকান হারানো মানুষজন প্রবল ক্ষুব্ধ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উচ্ছেদ অভিযান চলার সময় বুলডোজার নিয়ে উন্নয়ন পর্ষদের আধিকারিকরা ক্লাবের সামনে পৌঁছলে ক্লাবের সদস্যরা রীতিমতো মারমুখী হয়ে তেড়ে আসে। প্রচুর পুলিশ উপস্থিত থাকলেও এরপর ওই ক্লাব না ভেঙেই ফিরে যায় এডিডিএ-এর আধিকারিকরা।
advertisement
উল্লেখ্য, সিটি সেন্টার এলাকায় ফুটপাতের ওপর বহু ছোটখাটো দোকান ছিল। সেগুলোর ব্যবসা থেকে বহু মানুষের সংসার চলত। তবে এডিডিএ দখলমুক্ত অভিযানে নেমে সব কটি বেআইনি দোকান গুঁড়িয়ে দিচ্ছে। এতে ডিএসপির নোটিশে ঘর হারানোর আশঙ্কায় থাকা মানুষগুলো জীবিকা হারিয়ে বসেছেন। এই জোড়া ধাক্কা থেকে কীভাবে তাঁরা সামলে উঠবেন তা বুঝতে পারছেন না।
নয়ন ঘোষ